জেল-মুক্ত দুই সিপি কর্মী

জেল থেকে ছাড়া পেলেন সবংয়ের ছাত্র খুনের মামলায় ধৃত দুই ছাত্র পরিষদ (সিপি) কর্মী সৌমেন গঙ্গোপাধ্যায় এবং সুদীপ পাত্র। প্রয়োজনীয় কাগজপত্র এসে পৌঁছনোর পরে রবিবার সন্ধ্যায় এই দু’জনকে মেদিনীপুর জেল থেকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ০১:৪৮
Share:

জেল থেকে বেরনোর পরে। নিজস্ব চিত্র।

জেল থেকে ছাড়া পেলেন সবংয়ের ছাত্র খুনের মামলায় ধৃত দুই ছাত্র পরিষদ (সিপি) কর্মী সৌমেন গঙ্গোপাধ্যায় এবং সুদীপ পাত্র। প্রয়োজনীয় কাগজপত্র এসে পৌঁছনোর পরে রবিবার সন্ধ্যায় এই দু’জনকে মেদিনীপুর জেল থেকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

সবং সজনীকান্ত কলেজের সিপি কর্মী কৃষ্ণপ্রসাদ জানা খুনের এই মামলায় মোট সাতজন গ্রেফতার হন। গত বুধবার পাঁচজনকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। জামিনপ্রাপ্তদের মধ্যে তিনজন ছাত্র পরিষদের (সিপি)। বাকি দু’জন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি)। ধৃতদের মধ্যে অসীম মাইতির নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। শুক্রবার তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে মেদিনীপুর সিজেএম আদালতে আবেদন করেন। আদালত ওই আর্জি মঞ্জুর করে।

শনিবারই মেদিনীপুর জেল থেকে ছাড়া পেয়েছেন টিএমসিপির শেখ মুন্না, সানোয়ার আলি এবং অসীম মাইতি। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারেই ছিলেন সিপি কর্মী সৌমেন এবং সুদীপ। এ দিন জেলের বাইরে এই দুই সিপি কর্মীর সঙ্গে দেখা করতে আসেন তীর্থঙ্কর ভকত, হরিসাধন ভট্টাচার্য, মহম্মদ সইফুল। তীর্থঙ্করবাবু জেলা কংগ্রেস নেতা, হরিসাধনবাবু সুদীপদের আইনজীবী, সইফুল ছাত্র পরিষদের নেতা। হরিসাধনবাবুর বক্তব্য, “সৌমেনরা নির্দোষ। ওদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।” বিচার ব্যবস্থার উপরে তাদের আস্থা রয়েছে বলে জানিয়ে দেন সুদীপরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন