ঝুলন্ত দেহ উদ্ধার

গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে জীবনতলার মঠেরদিঘির হামিদপুর এলাকার একটি তেঁতুল গাছ থেকে তপন মুণ্ডা (২৮) নামে ওই যুবকের দেহ মেলে। তাঁর বাড়ি ওই এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তপন পেশায় দিনমজুর। কর্মসূত্রে বেশিরভাগ সময়ই তিনি কলকাতায় থাকেন। বৃহস্পতিবার রাতে বাড়ি এসেছিলেন। কোনও এক কারণে তাঁর সৎ মা পদ্মা মুণ্ডা ও বাবা বীরেন মুণ্ডার সঙ্গে তাঁর ঝামেলা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০০:৪৬
Share:

গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে জীবনতলার মঠেরদিঘির হামিদপুর এলাকার একটি তেঁতুল গাছ থেকে তপন মুণ্ডা (২৮) নামে ওই যুবকের দেহ মেলে। তাঁর বাড়ি ওই এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তপন পেশায় দিনমজুর। কর্মসূত্রে বেশিরভাগ সময়ই তিনি কলকাতায় থাকেন। বৃহস্পতিবার রাতে বাড়ি এসেছিলেন। কোনও এক কারণে তাঁর সৎ মা পদ্মা মুণ্ডা ও বাবা বীরেন মুণ্ডার সঙ্গে তাঁর ঝামেলা হয়। তারপরেই এ দিন সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় বাসিন্দারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁকে কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে। কারণ তাঁর হাতটি পিছনে বাঁধা ছিল। ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য আতাউর মোল্লার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তপনের মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement