রেললাইনে যুবকের দেহ

রেল লাইনের পাশ থেকে উদ্ধার হল এক যুবকের ছিন্নভিন্ন দেহ। শুক্রবার সকালে ঝাড়গ্রাম শহরে কাঞ্চন অয়েল মিল মোড়ের কাছে রেল লাইনে কাছ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। জানা গিয়েছে তাঁর নাম অরিজিৎ বসু (২৮)। ঝাড়গ্রাম শহরের অরবিন্দ পল্লি এলাকায় বাসিন্দা অরিন্দমবাবু আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের কর্মী ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০০:২০
Share:

রেল লাইনের পাশ থেকে উদ্ধার হল এক যুবকের ছিন্নভিন্ন দেহ। শুক্রবার সকালে ঝাড়গ্রাম শহরে কাঞ্চন অয়েল মিল মোড়ের কাছে রেল লাইনে কাছ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। জানা গিয়েছে তাঁর নাম অরিজিৎ বসু (২৮)। ঝাড়গ্রাম শহরের অরবিন্দ পল্লি এলাকায় বাসিন্দা অরিন্দমবাবু আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের কর্মী ছিলেন। গত জানুয়ারি মাসেই তাঁর বিয়ে হয়েছিল। জানা গিয়েছে, এ দিন সকালে নিজের মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। পরে রেল লাইনের ধার থেকেই তাঁর মোটরবাইকটি উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, পারিবারিক অশান্তির জেরে ইদানীং মানসিক অবসাদে ভুগছিলেন অরিজিৎবাবু। প্রতিবেশী ও আত্মীয় স্বজনের দাবি আত্মহত্যাই করেছেন তিনি। প্রাথমিক তদন্তের পর রেল পুলিশও জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement