সেনা প্রসঙ্গে কটাক্ষ দিলীপের

নোট বাতিল ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন কর্মসূচিতে বিহারের লালুপ্রসাদ যাদব, তামিলনাড়ুর কানিমোজিদের সঙ্গ নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৬ ০০:৫৮
Share:

নোট বাতিল ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন কর্মসূচিতে বিহারের লালুপ্রসাদ যাদব, তামিলনাড়ুর কানিমোজিদের সঙ্গ নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

শনিবার তমলুকের নোনাকুড়ি বাজারে দলীয় কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপবাবু বলেন, ‘‘দিদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেন। মানুষ তাঁকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, তখন দু’জন তাঁর বিরুদ্ধে পথে নেমেছেন একজন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আর একজন মমতা বন্দ্যোপাধ্যায়।’’

আরও সংযোজন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যত রিজেক্ট লিডার আছেন। কানিমোঝি, যিনি সাংসদ থাকাকালীন টেলিকম কেলেঙ্কারিতে যিনি জেল খেটেছেন।’’

Advertisement

সেনাবাহিনীর গাড়ি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তি তোলা নিয়ে দিলীপবাবু বলেন, ‘‘ভারতীয় সেনার অধিকার আছে যে কোনও সময়, যে কোনও জায়গায় তল্লাশির চালানোর। রাষ্ট্রপতি তাদের এই ক্ষমতা দিয়েছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেনা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছে।’’ আরও বলেন, ‘‘নাগাল্যান্ড নাকি ট্যাক্স ফ্রি। সেখানে টাকা পাঠানোর চেষ্টা হচ্ছে। মোদীজী ১৭ টি টোল প্লাজায়সৈন্য লাগিয়ে দিয়েছে। তাতেই ভয় পেয়ে দিদি সেনার বিরুদ্ধে অভিযোগ করছে।’’ শিশু পাচার কাণ্ডের দায় নিয়ে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ও শিশুকল্যাণ মন্ত্রীর পদত্যাগ দাবিও করেন দিলীপবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন