Dilip Ghosh

মঞ্চ বাঁধা হলেও এলেন না দিলীপ

লকডাউন শিথিল হওয়ার পরে প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা ছাপানো চিঠি বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গড়বেতা শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০১:৩৯
Share:

বৃহস্পতিবার আসার কথা দিলীপের। তাই খোলা হয়নি বাঁশ। নিজস্ব চিত্র

প্রস্তুতি সারা ছিল। বাঁধা হয়েছিল মঞ্চ। কিন্তু শেষ পর্যন্ত তিনিই এলেন না।

Advertisement

মঙ্গলবার রথের দিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে গড়বেতার ময়রাকাটায় আসার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষের। তবে সোমবার সন্ধ্যায় রাজ্য সভাপতির অফিস থেকে বিজেপির জেলা নেতৃত্বকে জানানো হয়, অন্য কর্মসূচি থাকায় মঙ্গলবার দিলীপ গড়বেতায় যেতে পারবেন না।

লকডাউন শিথিল হওয়ার পরে প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা ছাপানো চিঠি বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সেই কর্মসূচিতে যোগ দিতেই গড়বেতায় আসার কথা ছিল দিলীপের। ঠিক ছিল, সকাল ১১টা নাগাদ মেদিনীপুর থেকে গড়বেতায় ঢুকবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজন সেরে চলে যাবেন শালবনি। তারই ফাঁকে বৈঠক ও তুলসীচটিতে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনের কথাও ছিল।

Advertisement

তবে মঙ্গলবার না এলেও কাল, বৃহস্পতিবার তিনি গড়বেতা আসবেন বলে জানিয়েছেন বিজেপির গড়বেতা পশ্চিম মণ্ডল কমিটির সভাপতি সনৎ সিংহ। দলের জেলা সহ সভাপতি মদন রুইদাসও বলেন, ‘‘কলকাতায় দলের এক কর্মসূচিতে ব্যস্ত থাকায় রাজ্য সভাপতি এদিন গড়বেতায় আসতে পারেননি। বৃহস্পতিবার আসবেন। কর্মসূচি একই থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন