Dilip Ghosh

Dilip Ghosh: বেলদায় দলীয় কর্মসূচিতে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে দিলীপ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিক্ষোভের পরও শনিবার অনুষ্ঠান মঞ্চে পৌঁছে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানালেন মেদিনীপুরের সাংসদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেলদা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১৭:১১
Share:

বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বেলদায় কম্বল বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। অভিযোগ, সুশাসন দিবস কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় দেউলীতে দিলীপকে গো ব্যাক স্লোগান দিয়েছে তৃণমূল। জোড়াফুল শিবিরের বক্তব্য, এলাকায় কোনও উন্নয়ন হয়নি। হঠাৎ এলাকায় এসে কম্বল বিলি করলেই সব সমস্যার সমাধান হয় না।

বিক্ষোভের পরও শনিবার অনুষ্ঠান মঞ্চে পৌঁছে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানালেন মেদিনীপুরের সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ বলেন, ‘‘বেলদাকে পুরসভা করে দেওয়ার কথা বলা হয়েছিল। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, কিন্তু কোনও কাজ হয়নি। হয়তো ভাবছেন, জিততে পারবেন না এখানে। বা পুরসভা চালানোর মতো টাকা নেই।’’ সদ্য শেষ হওয়া কলকাতা পুরভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘তৃণমূল যা বলছে, নির্বাচন কমিশন তাই করছে। ভোট লুঠ হচ্ছে। বহু মানুষ ভোট দিতে পারেননি। নাগরিক অধিকার সুরক্ষিত নয়। বাজপেয়ীজিকে দেখে শেখা উচিত, সুশাসন কেমন হয়!’’

Advertisement

বেলদায় দলীয় কর্মসূচিতে দিলীপের আসা নিয়ে স্থানীয় তৃণমূল নেতা বঙ্কিমবিহারী দাসমহাপাত্র বলেন, ‘‘এলাকায় কোনও উন্নয়ন হয়নি। মাঝে মাঝে বসন্তের কোকিলের মতো উদয় হন সাংসদ। গরিব মানুষকে শুধু কম্বল দিয়েই কি সমস্যার সমাধান হয়? এলাকায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তিনি। তার বিরুদ্ধেই বিক্ষোভ।’’ যদিও বিজেপি নেতা দেবগোপাল বেরা বলেন, ‘‘বেলদার দেউলীতে এখনও বিজেপি-কে ভয় পাচ্ছে তৃণমূল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন