নোট কাণ্ডে উত্তাল ছাত্র সংসদের আলোচনাও

‘‘আর কত মানুষের মৃত্যু হবে মোদীর জন্য। তিনি কেন অর্থনীতিবিদদের মত নিলেন না!‘’। স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে যুব সংসদ প্রতিযোগিতার বিধানসভায় এভাবেই মুখ্যমন্ত্রী মৈত্রেয়ী মাইতির বক্তব্যে উঠে এল নোট কাণ্ড।

Advertisement

আনন্দ মণ্ডল

তমলুক শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০১:০০
Share:

চলছে যুব সংসদ। নিজস্ব চিত্র।

‘‘আর কত মানুষের মৃত্যু হবে মোদীর জন্য। তিনি কেন অর্থনীতিবিদদের মত নিলেন না!‘’। স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে যুব সংসদ প্রতিযোগিতার বিধানসভায় এভাবেই মুখ্যমন্ত্রী মৈত্রেয়ী মাইতির বক্তব্যে উঠে এল নোট কাণ্ড। তবে এক্ষেত্রে রাজ্যে শাসক–বিরোধীদের বাগযুদ্ধের পরিবর্তে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতার বদলে শোনা গেল বিরোধী দলনেতার সমর্থনের সুর।

Advertisement

রাজ্যের পরিষদীয় দফতরের উদ্যোগে হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সোমবার ব্লক যুব সংসদ প্রতিযোগিতা ছিল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে। পঞ্চায়েত সমিতির অফিস সংলগ্ন সভাঘরে আয়োজিত যুব সংসদ প্রতিযোগিতায় যোগ দিয়েছিল সাতটি হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা। আর ওই প্রতিযোগিতর শেষ পর্বেই উঠে এল নোট বাতিল প্রসঙ্গ। নকল বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিরোধী দলের উদ্দেশে আহ্বান, ‘‘আপনারা ৩৬৫ দিন আমার বিরোধিতা করুন। কিন্তু আজ কেন্দ্র সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আপনাদের সহযোগিতা করুন।’’ রাজ্যের শাসক দলের নেত্রীর বিরোধিতা করা যেখানে দস্তুর, সেখানে এ দিন নকল বিধানসভায় থাকা বিরোধী দলনেতা ব্রতজিত মারিক মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করলেন। বললেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত।’’

তবে শুধু নোট বাতিল কাণ্ড নয়। এ দিন যুব সংসদ প্রতিযোগিতার নকল বিধানসভার আলোচনায় উঠে আসে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি, পথ নিরাপত্তা, রাজ্যে নারী নির্যাতনের প্রসঙ্গ। প্রতিযোগিতার উদ্বোধন করেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার বেরা, যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজিতচন্দ্র লোধ প্রমুখ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন