District Magistrate meeting

সরকারি কাজের গুণমানে জোর জেলাশাসকের

শনিবার বেলা সাড়ে এগারোটায় ঘাটাল টাউন হলে প্রশাসনিক বৈঠকে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বকেয়া যাবতীয় কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল     শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ০৯:০৮
Share:

উন্নয়ন বৈঠকে জেলাশাসক। ঘাটাল টাউন হলে শনিবার। নিজস্ব চিত্র।

এক ঝাঁক আধিকারিককে নিয়ে ঘাটালে এসে উন্নয়ন বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরী। শনিবার ঘাটাল টাউন হলে ওই বৈঠকে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির বকেয়া কাজ ছাড়াও স্বাস্থ্য প্রকল্প, পথশ্রী রাস্তার কাজ কোথায় দাঁড়িয়ে, সব নিয়েই আলোচনা হয়। সরকারি প্রকল্পের কাজে গুণমানের উপর গুরুত্ব দিয়েছেন জেলাশাসক।

Advertisement

বৈঠকে জেলাশাসক ছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের শীর্ষস্তরের আধিকারিরা উপস্থিত ছিলেন। ছিলেন ছ’জন জন অতিরিক্ত জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমশঙ্কর সারেঙ্গি, ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস-সহ ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকের নতুন বিডিও, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতিরাও উপস্থিত ছিলেন। উন্নয়ন সংক্রান্ত বৈঠক শেষে বীরসিংহ উন্নয়ন পর্ষদের অধীন বিভিন্ন উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে বৈঠক করেন জেলাশাসক। পরে রাজ্য সরকারের উদ্যোগে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার এক কর্মশালাতেও যান জেলাশাসক।

শনিবার বেলা সাড়ে এগারোটায় ঘাটাল টাউন হলে প্রশাসনিক বৈঠকে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বকেয়া যাবতীয় কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পথশ্রী প্রকল্পে রাস্তা-সহ নির্মীয়মাণ সব কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন জেলাশাসক। পঞ্চদশ অর্থ কমিশনের কাজও দ্রুত শেষের কথা বলেন। কন্যাশ্রী, রূপশ্রী-সহ সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। কাজের মানের উপরে জোর দেওয়ার কথা বলেন জেলাশাসক। কাজের মান দেখে ভাল করে যাচাই করে টাকা মঞ্জুরের কথা বিডিওদের মনে করিয়ে দেন তিনি।

Advertisement

বন্যার পরে ঘাটাল মহকুমার বিভিন্ন রাস্তাঘাট, স্কুল ভবন, অঙ্গনওয়াড়িতে কী সমস্যা রয়েছে দেখে আগামী দু’মাসের মধ্যে বকেয়া সব কাজ শেষ করার নির্দেশ দেন জেলাশাসক। পতঙ্গবাহিত রোগ নিয়েও দীর্ঘ আলোচনা হয়। ডেঙ্গি রোধে তৎপরতা বাড়ানো এবং এলাকা পরিষ্কার রাখার সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠক শেষে বীরসিংহ উন্নয়ন পর্ষদের কাজকর্ম নিয়ে আরেকটি বৈঠক করেনজেলা শাসক। সেখানে পর্ষদের অধীনে সব কাজকর্ম নিয়ে আলোচনার পাশাপাশি নতুন বেশ কিছু পরিকল্পনাও হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন