আপনি প্রিসাইডিং অফিসার, মৃত শিক্ষককে চিঠি কমিশনের

সাড়ে তিনমাস পরে পঞ্চায়েত ভোটে তাঁকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করে বিদ্যালয়ে চিঠি পাঠিয়েছে জেলা নির্বাচন দফতর। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অবাক শিক্ষকের পরিবারও

Advertisement

আনন্দ মণ্ডল

তমলুক শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১৪:৪৮
Share:

প্রতীকী ছবি।

শিক্ষক মারা গিয়েছেন কয়েক মাস আগে। তবু ভোটের প্রিসাইডিং অফিসার হিসেবে তাঁকে নিয়োগের চিঠি পৌঁছলো স্কুলে। পাঁশকুড়া ব্রাডলি বারট হাইস্কুলের প্রধান শিক্ষক বনমালী সামন্ত অসুস্থ হয়ে গত জানুয়ারি মাসে মারা যান। সাড়ে তিনমাস পরে পঞ্চায়েত ভোটে তাঁকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করে বিদ্যালয়ে চিঠি পাঠিয়েছে জেলা নির্বাচন দফতর। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অবাক শিক্ষকের পরিবারও।

Advertisement

পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণের জন্য নির্বাচনকর্মী হিসেবে সরকারি বিভিন্ন দফতরের আধিকারিক-কর্মীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হয়ে থাকে। সেই রীতি অনুযায়ী এবারও পঞ্চায়েত নির্বাচনে শিক্ষক-শিক্ষিকাদের প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ করছে জেলা নির্বাচন দফতর। ভোট গ্রহণের আগে প্রিসাইডিং এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটগ্রহণের প্রিসাইডিং এবং পোলিং অফিসার হিসেবে ব্রাডলি বারট হাইস্কুলের কয়েকজন শিক্ষককে এবার নিয়োগ করেছে জেলা নির্বাচন দফতর। ওই শিক্ষকদের নিয়োগের কথা জানিয়ে প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট স্থান ও তারিখ উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে। প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগপত্র পাঠানো হয়েছে স্কুলের প্রয়াত প্রধান শিক্ষক বনমালী সামন্তের নামেও। নিয়োগপত্রে তাঁকে প্রিসাইডিং অফিসার হিসেবে ২৭ এপ্রিল তমলুক ব্লকের নাইকুড়ি ঠাকুরদাস ইন্সটিটিউশন হাইস্কুলে প্রশিক্ষণের জন্য উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। এমন চিঠি পেয়ে অবাক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধনচন্দ্র ঘোষ বলেন, ‘‘বনমালীবাবুকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের চিঠি স্কুলে এসেছে। উনি জানুয়ারি মাসে মারা যান। জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে তা জানিয়েছিলাম। এছাড়া ভোট কর্মী নিয়োগের জন্য নির্বাচন দফতর থেকে যে তালিকা চাওয়া হয়েছিল সেখানেও বনমালীবাবুর নাম বাদ দেওয়া হয়েছিল। তারপরেও এমন চিঠি আসায় আমরা বিস্মিত।’’

Advertisement

বনমালীবাবুর ভাইপো বিশ্বরূপ সামন্ত বলেন, ‘‘পঞ্চায়েত ভোটে প্রিসাইডিং অফিসার হিসেবে কাকার নামে এমন চিঠির কথা শুনে অবাক হয়েছি। এখন আমাদের কী করণীয় বুঝতে পারছি না। প্রশাসনের তরফে এখনও আমাদের কিছু জানানো হয়নি।’’ তমলুকের মহকুমা শাসক শুভ্রজ্যোতি ঘোষ বলেন, ‘‘স্কুলের তরফে আমাদের কাছে পাঠানো তালিকায় বনমালীবাবুর নাম থেকে যাওয়ায় এমনটা হতে পারে। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন