বিজেপির সংগঠন বাড়াতে জোর

বিজেপি’র জাতীয় কর্মসমিতির বৈঠকে বুথভিত্তিক সংগঠন তৈরিতে জোর দিয়েছেন অমিত শাহ। একইভাবে, দলের কর্মীদের বুথে বুথে সংগঠন তৈরি করে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে বললেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাইন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ০১:৩৪
Share:

বিজেপি’র জাতীয় কর্মসমিতির বৈঠকে বুথভিত্তিক সংগঠন তৈরিতে জোর দিয়েছেন অমিত শাহ। একইভাবে, দলের কর্মীদের বুথে বুথে সংগঠন তৈরি করে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে বললেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাইন।

Advertisement

সোমবার খড়্গপুর রেলস্টেশন পরিদর্শনের পর সাউথ ডেভেলপমেন্টে বিধায়ক কার্যালয়ে বিজেপি’র কর্মিসম্মেলনে যোগ দেন মন্ত্রী। রেল প্রতিমন্ত্রী বলেন, ‘‘এখন থেকে বুথস্তরে সংগঠন সাজাতে হবে। দলে মহিলাদের সংখ্যা বাড়াতে হবে।’’ তাঁর কথায়, ‘‘মানুষের কাছে পৌঁছতে হবে। তবে লোকসভা নির্বাচনে এ রাজ্যে আমরা ৩০টির বেশি আসন পাব। বিধানসভা ভোটেও কেউ আমাদের আটকাতে পারবে না।”

তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘বিজেপি আছে কি না সেটা তৃণমূল খড়্গপুরে এসে দেখে যাক।” বিজেপি বাড়ছে দাবি করে তিনি অভিযোগ করেন, “আমরা রোদে পুড়ে সভা করছি। ভিড় উপচে পড়ছে। কিন্তু দিদির সভায় লোক হচ্ছে না। কারণ মানুষ জানে উনি মিথ্যা কথা বলেন।” রামনবমীর মিছিলের প্রসঙ্গ তুলে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমার নামে মামলা হয়েছে। কিন্তু তৃণমূল পুরপ্রধানের হাতে অস্ত্র থাকলেও মামলা হয়নি। মানুষ সব বুঝতে পারছে। হিম্মত থাকলে আমাকে ছুঁয়ে দেখাক। আসলে তৃণমূল ভয় পাচ্ছে। তাই আমাদের মামলায় জড়াচ্ছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement