ইপিএফের তথ্য মিলবে এসএমএসে

ভবিষ্যনিধি টাকা জমা পড়েছে কি না তা এতদিন বছর শেষে জানতে পারতেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ)-এর কর্মীরা। তবে বছরভর সেই চিন্তার এ বার অবসান। ভবিষ্যনিধিতে টাকা জমা হওয়ার বিষয়টি প্রতি মাসে এ বার জানা যাবে এসএমএসের মাধ্যমেই। তাছাড়াও ওই সব কর্মীরাই পাশ বইয়ের সুবিধা পাবেন। কর্মীদের ভবিষ্যনিধির জন্য ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর দিয়ে ব্যবস্থা চালু করছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০১:৪৩
Share:

ভবিষ্যনিধি টাকা জমা পড়েছে কি না তা এতদিন বছর শেষে জানতে পারতেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ)-এর কর্মীরা। তবে বছরভর সেই চিন্তার এ বার অবসান। ভবিষ্যনিধিতে টাকা জমা হওয়ার বিষয়টি প্রতি মাসে এ বার জানা যাবে এসএমএসের মাধ্যমেই। তাছাড়াও ওই সব কর্মীরাই পাশ বইয়ের সুবিধা পাবেন। কর্মীদের ভবিষ্যনিধির জন্য ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর দিয়ে ব্যবস্থা চালু করছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।
মঙ্গলবার সকালে হলদিয়ার আইওসির ম্যানেজমেন্ট অ্যাকাডেমিতে এক সেমিনারে এসে একথা জানান পশ্চিমবঙ্গ রিজিওনালের প্রভিডেন্ট ফান্ড কমিশনার রাজীব ভট্টাচার্য। তিনি জানান, এই নতুন নিয়মের ফলে কর্মীরা প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা পড়ার বিষয়টি মাসে মাসে জানতে পারবেন। গত বছর ১৬ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। পশ্চিমবঙ্গের ইপিএফ আওতাভুক্ত ৩৫ লক্ষ কর্মীর মধ্যে প্রায় এক লক্ষ ৭৩হাজার কর্মীর এই ব্যবস্থা চালু করা গিয়েছে। তিনি জানান, ইপিএফের পোর্টাল থেকে কর্মীরা পাশবই ডাউনলোড করতে পারবেন। ইপিএফের পোর্টালের মাধ্যমে অভিযোগও জানানো যাবে। মঙ্গলবার হলদিয়ার আইওসি ম্যানেজমেন্ট অ্যাকাডেমিতে “প্রভিডেন্ট ফান্ড আপকা দুয়ার” শীর্ষক সেমিনারের আয়োজন করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ছিলেন বিভিন্ন শিল্পসংস্থার আধিকারিক, বিভিন্ন সংস্থার কর্মী, ইউনিয়নের আধিকারিকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন