ফেসবুকে বন্ধুত্ব, প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক

ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার লোভ দেখাতেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতার দক্ষিণ দমদম এলাকার ওই ওই যুবককে গ্রেফতার করল কোলাঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে বছর পঁচিশের কোলাঘাট এলাকা এক যুবতীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলেন সিনেমার প্রযোজক হিসাবে। ওই যুবতীর পরিবারে অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০২:৩২
Share:

ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার লোভ দেখাতেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতার দক্ষিণ দমদম এলাকার ওই ওই যুবককে গ্রেফতার করল কোলাঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে বছর পঁচিশের কোলাঘাট এলাকা এক যুবতীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলেন সিনেমার প্রযোজক হিসাবে। ওই যুবতীর পরিবারে অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার তমলুক আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোলাঘাট তাপ বিদ্যুৎকেন্দ্র উপনগরীর বাসিন্দা পেশায় চিকিৎসক এক তরুণীর সঙ্গে দক্ষিণ দমদমের বাসিন্দা সৌরভের ফেসবুকে বন্ধুত্ব হয়েছিল।
ওই চিকিৎসক তরুণীকে সিনেমা ও টিভি সিরিয়ালে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন সৌরভ। বন্ধুত্ব ইতিমধ্যেই গভীর হয়েছিল। এমনকী ওই তরুণী তাঁর খারাপ হয়ে যাওয়া দামি মোবাইল ফোন সারানোর জন্য দিয়েছিলেন সৌরভকে।

Advertisement

কিন্তু তারপর থেকে ওই যুবক হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। তরুণী জানিয়েছেন তাঁর মোবাইলে থাকা বিভিন্ন ছবি হাত করে তা অন্যত্র ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতে শুরু করেন সৌরভ। ভয় দেখিেয় তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা দাবিও করেছিলেন।

ওই তরুণীর অভিযোগ পেয়ে কোলাঘাট থানার পুলিশ ফাঁদ পাতে। বৃহস্পতিবার বিকেলে কোলাঘাটে জাতীয় সড়কের ধারে একটি ধাবায় টাকার দেওয়া হবে বলে জানান হয় সৌরভকে। সেই মতো ধাবায় এসে অপেক্ষা করছিলেন ওই যুবক। সে সময় তাঁকে গ্রেফতার করা হয়। কোলাঘাট থানার পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের কাছ থেকে ওই তরুণীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রতারণা-সহ বিভিন্ন অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

উড়ো চিঠি। টাকা চেয়ে উড়ো চিঠি এলো হলদিয়ার ব্রজলালচকের কয়েকজন বাসিন্দার কাছে। কারও কাছে ৫০হাজার টাকা, কারও কাছে এক লক্ষ কারও কাছে ৫লক্ষ টাকা চেয়ে উড়ো চিঠি পাঠানো হয়েছে। ওই টাকা না দিলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ব্রজলালচকের বেকারি ব্যবসায়ী বাবুলাল খাটুয়াও জানান গত মঙ্গলবার হুমকি চিঠি তিনিও পেয়েছেন ।তার কাছ থেকে ৫০হাজার টাকা চাওয়া হয়েছে। মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়েছে। ভবানীপুর থানায় অভিযোগ করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন