নতুন ফেসবুক পেজ, আরও নাগালে প্রশাসন 

প্রশাসনকে মানুষের আরও কাছে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ঘরে ঘরে পৌঁছনোই নয়, মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে অন্যতম মাধ্যম ফেসবুকের মতো সোশ্যাল সাইটও। এতদিন জেলা প্রশাসনের কোনও ফেসবুক পেজ ছিল না। এ বার তা খোলা হল। নাম, ‘ডিএম পশ্চিম মেদিনীপুর’। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ০০:১১
Share:

প্রতীকী ছবি।

প্রশাসনকে মানুষের আরও কাছে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ঘরে ঘরে পৌঁছনোই নয়, মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে অন্যতম মাধ্যম ফেসবুকের মতো সোশ্যাল সাইটও। এতদিন জেলা প্রশাসনের কোনও ফেসবুক পেজ ছিল না। এ বার তা খোলা হল। নাম, ‘ডিএম পশ্চিম মেদিনীপুর’।

Advertisement

জেলা প্রশাসনের এক সূত্রে খবর, দিন কয়েক আগেই এই পেজ খোলা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক পি মোহনগাঁধী মানছেন, ‘‘ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে। এটি অফিশিয়াল পেজ।’’ জেলা প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘‘ফেসবুকের মতো সোশ্যাল সাইটের জনপ্রিয়তা অনেক বেশি। দিন দিন বেড়েই চলেছে। সবদিক দেখেই জেলাশাসক এই পেজ খুলেছেন।’’ তাঁর কথায়, ‘‘এর ফলে নিশ্চিতভাবেই মানুষের সঙ্গে জেলা প্রশাসনের যোগাযোগ আরও বাড়বে।’’

ইতিমধ্যে এই পেজে কিছু তথ্য ও ছবি দেওয়া হয়েছে। দিন কয়েক আগে যেমন নারায়ণগড়ে গিয়েছিল প্রশাসনের একটি দল। মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে। তাঁদের অভাব- অভিযোগ শুনতে। দলে ছিলেন জেলাশাসক পি মোহনগাঁধী, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া প্রমুখ। প্রশাসনের এই কর্মসূচির নাম ছিল, ‘আপনার দুয়ারে প্রশাসন’। এই কর্মসূচির ছবি পেজে দেওয়া হয়েছে। পরে পোলট্রি ফার্মের মালিকদের নিয়ে জেলায় এক বৈঠক হয়েছে। সেই বৈঠকের কিছু তথ্যও পেজে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘‘বিভিন্ন কর্মসূচির আপডেটই এই পেজে দেওয়া হবে।’’ জেলা প্রশাসনের এক সূত্র জানাচ্ছে, সচেতনতা বৃদ্ধির কাজেও ব্যবহার করা হতে পারে এই ফেসবুক পেজকে। এখানে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হতে পারে। বস্তুত, বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানের যেমন ফেসবুক পেজ রয়েছে, তেমনই অনেক ব্যক্তিও ফেসবুকে পেজ খুলেছেন। পেজের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখেন। আপডেট দেন। জেলা প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘‘আজকের দিনে সোশ্যাল সাইটের গুরুত্ব অস্বীকার করা যায় না। মানুষের কাছে দ্রুত পৌঁছনোর জন্য সবচেয়ে কার্যকর মাধ্যমই হল ফেসবুকের মতো সোশ্যাল সাইট।’’ ফেসবুক অ্যাকাউন্টের থেকে পেজের সুবিধে বেশি। কেমন? ফেসবুক অ্যাকাউন্টে পাঁচ হাজারের বেশি বন্ধু রাখা যায় না। ফেসবুক পেজের ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা নেই। আর এই সুবিধার কারণেই ফেসবুকে অ্যাকাউন্ট না রেখে অনেকে পেজ রাখেন। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনও তাই করেছে। জেলা প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘‘পেজে অনেক বন্ধু রাখা যায়। সার্চে সুবিধা পাওয়া যায়। ফেসবুকে বা সার্চ ইঞ্জিনে সার্চ দিলে ফেসবুকের পেজগুলোই আগে আসে। এবং এগুলো তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। পাশাপাশি, এখানে ট্যাগিংয়ের সুবিধে থাকে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন