আগুনে ভস্মীভূত কারখানা

আগুনে ভস্মীভূত হয়ে গেল সুতোর কারখানা। সোমবার রাতে খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকের ওই কারখানায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে দমকলের খড়্গপুর শাখার দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আগুন ক্রমে বাড়তে থাকায় মেদিনীপুর থেকে আরও দু’টি ইঞ্জিন আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০
Share:

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। —নিজস্ব চিত্র।

আগুনে ভস্মীভূত হয়ে গেল সুতোর কারখানা। সোমবার রাতে খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকের ওই কারখানায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে দমকলের খড়্গপুর শাখার দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আগুন ক্রমে বাড়তে থাকায় মেদিনীপুর থেকে আরও দু’টি ইঞ্জিন আসে। ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও কারখানার দোতলা বাড়ির সবকিছুই পুড়ে গিয়েছে বলে খবর। বাড়িটিরও ক্ষতি হয়েছে। শ্রমিকদের ছুটির পর আগুন লাগায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই কারখানার দোতলার গুদামে কর্মরত শ্রমিকেরা কাজ শেষে সন্ধেয় বাড়ি ফিরে যান। তার কিছুক্ষণ পরেই দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কারখানায় একতলায় থাকা শ্রমিকেরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন ক্রমে ছড়িয়ে পড়ায় ডাকা হয় দমকল। আগেও ২০১১ সালে এই কারখানার অন্য একটি গুদামে আগুন লেগেছিল বলে জানা গিয়েছে।

কারখানা সূত্রে দাবি, আগুনে ২ কোটি টাকার সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। ওই কারখানার মালিক সুকুমার রায় বলেন, “আমার ধারণা দোতলায় লিফটের ইলেক্ট্রিক্যাল ওয়্যারিং থেকেই আগুন লেগেছিল। গুদাম হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে যায়। শ্রমিকেরা চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। অনেক ক্ষতি হয়ে গেল। তবে শ্রমিকদের ছুটি হয়ে যাওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।” আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন