কাজে বাধার প্রতিবাদে চকদ্বীপায় চাষিদের মিছিল

পুলিশ অন্যায়ভাবে চাষের কাজে বাধা দিয়েছে-এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে হলদিয়ার চকদ্বীপায় নির্মীয়মান ইন্টারন্যাশনাল কার্গোহাব এলাকার চাষিরা মিছিল করলেন। চকদ্বীপা কৃষক ও কৃষি বাঁচাও কমিটির আহ্বায়ক যদুপতি বোয়ালের অভিযোগ, ‘‘বুধবার আমরা জমিতে বীজতলা ফেলতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ কাজে বাধা দেয়। তার প্রতিবাদেই এই মিছিল।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০০:৪৪
Share:

পুলিশ অন্যায়ভাবে চাষের কাজে বাধা দিয়েছে-এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে হলদিয়ার চকদ্বীপায় নির্মীয়মান ইন্টারন্যাশনাল কার্গোহাব এলাকার চাষিরা মিছিল করলেন। চকদ্বীপা কৃষক ও কৃষি বাঁচাও কমিটির আহ্বায়ক যদুপতি বোয়ালের অভিযোগ, ‘‘বুধবার আমরা জমিতে বীজতলা ফেলতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ কাজে বাধা দেয়। তার প্রতিবাদেই এই মিছিল।’’

Advertisement

ভবানীপুর থানার পুলিশ অবশ্য জানিয়েছে, ওই জমির উপর সেখানে হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। তা সত্ত্বেও চাষিরা ওই জমিতে চাষ করতে যাওয়ায় আমরা বারণ করেছিলাম।’’ অন্য দিকে, জনাকয়েক চাষি অন্যায়ভাবে কার্গোহাবের জমিতে চাষের চেষ্টা করছে বলে বৃহস্পতিবার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন কার্গোহাব কর্তৃপক্ষ। তাছাড়াও হাবের পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগও জানানো হয়েছে অজ্ঞাতপরিচয় লোকজনের বিরুদ্ধে। ভবানীপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement