খড়্গপুরের দুর্গার পাড়ি কানাডায়

তিন ফুট উচ্চতার এই প্রতিমার বসন থেকে অলঙ্কার, সবই মাটির। কানাডা থেকে বিষ্ণু পাণ্ডে নয়নের কাছে এই দু’টি প্রতিমা তৈরির বরাত দেন। বছর ছাব্বিশের নয়নের কথায়, “আমার তৈরি দুর্গা প্রতিমা কানাডায় পূজিতা হবেন, ভেবেই ভাল লাগছে।”

Advertisement

দেবমাল্য বাগচী

খড়্গপুর শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ০৭:৪০
Share:

বিদেশ-যাত্রা: কানাডায় গেল এই দুই প্রতিমা। নিজস্ব চিত্র

খড়্গপুর থেকে দেবী পাড়ি দিলেন কানাডা!

Advertisement

কলকাতার কুমোরটুলি থেকে প্রায়ই বিদেশে প্রতিমা পাড়ি দেওয়ার খবর চোখে পড়ে। এ বার নিজের তৈরি প্রতিমা বিদেশে পাঠালেন খড়্গপুরের শিল্পী নয়ন পাল।

ঢাকে কাঠি পড়তে এখনও বেশ খানিকটা সময় বাকি। তবে সুদূর কানাডা বলে কথা। তাই গত ২৯ জুলাই নয়নের ‘শিল্পীঘর’ থেকে কানাডা রওনা দিল দু’টি দুর্গা প্রতিমা।

Advertisement

তিন ফুট উচ্চতার এই প্রতিমার বসন থেকে অলঙ্কার, সবই মাটির। কানাডা থেকে বিষ্ণু পাণ্ডে নয়নের কাছে এই দু’টি প্রতিমা তৈরির বরাত দেন। বছর ছাব্বিশের নয়নের কথায়, “আমার তৈরি দুর্গা প্রতিমা কানাডায় পূজিতা হবেন, ভেবেই ভাল লাগছে।”

পড়াশোনায় কোনওদিন আগ্রহ ছিল না নয়নের। কোনও রকমে মাধ্যমিক পাশ করেছেন। ছোট থেকেই মনের মধ্যে ছিল শিল্পী হওয়ার ইচ্ছা। পাঠ্যবইয়ের ছবি দেখে ছোটবেলাতেই রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের মাটির মূর্তি গড়েন তিনি। ঠাকুর্দা রাধাবল্লভ পালের কাছেই শিল্পকর্মে হাতেখড়ি। বাবা স্বপনকুমার পালের কাছে প্রশিক্ষণ। বাবার সঙ্গে কাজের পাশাপাশি ভর্তি হয়েছিলেন ‘আকাদেমি অফ ফাইন আর্টস’-এ। বাবার মৃত্যুর পর সংসারের হাল টানতে শিল্পকর্ম দিয়েই পরিচিতি লাভের চেষ্টা শুরু নয়নের।

নয়ন বলছেন, “হাতেকলমে ঠাকুর্দা-বাবার কাছে যা শিখেছিলাম, তার থেকে বেশি কিছু আকাদেমিতে শিখিনি। বাবার মৃত্যুর পর খড়্গপুরে ফিরে এসে কাজ শুরু করি।” ২০১২ সাল থেকেই নয়ন মূর্তি গড়ার কাজে নামেন। গত বছর নয়নের হাতে তৈরি ‘লাফিং বুদ্ধ’-র মডেল চিনে গিয়েছে। এ ছাড়াও তাঁর হাতে তৈরি দুর্গা প্রতিমা গিয়েছে বিজয়ওয়াড়াতে। বিহারে গিয়েছে সরস্বতী প্রতিমা, বিশাখাপত্তনমে গিয়েছে গণেশ মূর্তি, শ্রীকাকুলামে গিয়েছে সন্তোষী মাতার প্রতিমা। এ বার প্রবাসে পাড়ি।

বিদেশে নিয়ে যাওয়া হবে প্রতিমা তৈরির ক্ষেত্রে অনেক বিধিনিষেধ ছিল। যেমন, প্যাকিং-সহ এক একটি প্রতিমার ওজন কখনওই ২০ কিলোগ্রামের বেশি হবে না। প্রতিমাগুলির উচ্চতা হবে তিন ফুট, চওড়ায় দেড় ফুট। নয়নের কথায়, “কম ওজনে সুন্দর প্রতিমা তৈরি নিয়ে একটু চাপে ছিলাম। গঙ্গামাটি ব্যবহার করে ওজন কমানোয় সমস্যা মিটে যায়।” দুর্গা প্রতিমা দু’টির দাম কত? নয়ন জানান, দু’টি দুর্গা প্রতিমার দাম ২৫ হাজার টাকা। তিনি বলেন, “আগে যেখানে আমাদের কারখানা ছিল তাঁরা আর ওই জায়গাটি ভাড়া দেবে না বলে জানিয়েছেন। এ বার পুজোয় তাই বেশি অর্ডার নিতে পারছি না। তবে এখন অল্প কাজ করে পরে বড় কারখানা গড়ার চিন্তা রয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন