গড়বেতা-কলকাতা বাস চালুর আশ্বাস

ফের চালু হচ্ছে গড়বেতা-কলকাতা রুটের বাস চলাচল। বছর দশেক আগে এই বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। বাসের সময়সূচিও শীঘ্রই জানানো হবে বলে প্রশাসন সূত্রে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গড়বেতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৭ ০০:৩২
Share:

ফের চালু হচ্ছে গড়বেতা-কলকাতা রুটের বাস চলাচল। বছর দশেক আগে এই বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। বাসের সময়সূচিও শীঘ্রই জানানো হবে বলে প্রশাসন সূত্রে খবর।

Advertisement

সম্প্রতি গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী বাস চালুর জন্য পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন। বিধায়ক আশিসবাবু বলেন, “পরিবহণ মন্ত্রী বাসটি পুনরায় চালানোর জন্য আশ্বাস দিয়েছেন। শীঘ্রই বাসটি চালু হয়ে যাবে বলে আশা করছি।” গড়বেতা-১ ব্লকের বিডিও বিমলকুমার শর্মাও বলেন, “এলাকার মানুষের দাবি মেনে, সরকারি বাস চালানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে।”

আগে গড়বেতা-কলকাতা রুটে প্রথমে সিএসটিসি, পরে এসবিএসটিসি-র বাস চালানো হত। সেই সময় প্রতিদিন ভোর সাড়ে চারটে নাগাদ বাসটি গড়বেতা থেকে ছাড়ত। গড়বেতা থেকে চন্দ্রকোনা, ঘাটাল হয়ে বাসটি কলকাতায় পৌঁছত। সন্ধে ৬ টায় ফের কলকাতা থেকে গড়বেতার উদ্দেশ্যে রওনা দিত বাসটি।

Advertisement

বাস পরিষেবা বন্ধ থাকায় এখন গড়বেতার বাসিন্দাদের সকাল ৬টা ২০ মিনিটের শিরোমণি-হাওড়া প্যাসেঞ্জার ট্রেনে কলকাতা যেতে হয়। সকাল সাড়ে ১০টা নাগাদ সেই ট্রেনটি হাওড়া পৌঁছয়। কোনও কারনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলে বিপদ বাড়ে। বাস পরিষেবা চালু হলে গড়বেতা-১, ২ ব্লকের পাশাপাশি উপকৃত হবেন চন্দ্রকোনা, ঘাটালের মানুষও।

‘গড়বেতা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ’-এর সভাপতি সুব্রত মহাপাত্র বলেন, “১৯৭৫ সাল থেকে কলকাতায় যাতায়াত করছি। তখন বাসেই যেতাম। এতদিন বহুবার আবেদন জানিয়েও বাস পরিষেবা চালু হয়নি।” গড়বেতার ব্যবসায়ী সলিল দের অভিযোগ, “ট্রেনে যাতায়াত করতে হওয়ায় অনেক সময় আরপিএফের কাছে অকারণ হয়রানিতে পড়তে হয়। বাসটি ফের চালু হলে ভীষণ উপকার হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন