শবরপল্লির যত্নে এ বার পুষ্টি শিবির

স্বাস্থ্য শিবিরে শরব সম্প্রদায়ের এমন কাউকে দেখলে জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। জেলা প্রশাসন থেকে এমনই নির্দেশ পৌঁছেছে ব্লক স্তর পর্যন্ত।

Advertisement

বরুণ দে

মেদিনীপুর শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০০:০৩
Share:

শবর গ্রাম। ফাইল চিত্র।

দেখা মিললেই হতে হবে তৎপর।

Advertisement

অপুষ্টিতে ভুগছেন, স্বাস্থ্য শিবিরে শরব সম্প্রদায়ের এমন কাউকে দেখলে জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। জেলা প্রশাসন থেকে এমনই নির্দেশ পৌঁছেছে ব্লক স্তর পর্যন্ত।

লালগড়ের জঙ্গলখাসে সাত শবরের মৃত্যু নিয়ে কম হইচই হয়নি। তারপর নানা পদক্ষেপ করেছে প্রশাসন। শবরপল্লিগুলিতে স্বাস্থ্য শিবির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রের খবর, সেই শিবিরে অপুষ্টিতে ভোগা কারও দেখা মিললে দ্রুত তাঁর নাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সংশ্লিষ্ট ব্যক্তি যাতে সামাজিক সহায়তা প্রকল্পে সাহায্য পান তার সুপারিশও করা হবে। পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরার কথায়, ‘‘লোধা-শবর ও আদিবাসী জনগোষ্ঠীর সদস্যদের জন্য জেলায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবির শুরু হয়েছে। বাসিন্দাদের স্বাস্থ্যের খোঁজখবর রাখতেই এই শিবির।’’

Advertisement

লালগড়ে শবর সম্প্রদায়ের সাতজনের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজ্যে অনাহারে কারও মৃত্যু হয়নি। প্রশাসন সূত্রে এ-ও দাবি করা হয়েছিল, মৃতদের মধ্যে অনেকেই অসুস্থ ছিলেন। তাঁদের মধ্যে অনেকে চিকিৎসা করাতেন না। এরপর শবর সম্প্রদায়ের মানুষদের চিকিৎসার জন্য নানা পদক্ষেপ করেছে প্রশাসন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, জেলায় ২১টি ব্লকের মধ্যে ১৩টিতে লোধা, শবর, আদিবাসীদের বসবাস। এই ১৩টি ব্লকেই স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির করার পরিকল্পনা হয়েছে। প্রতি এক মাস অন্তর এলাকা ভিত্তিক স্বাস্থ্য শিবির হবে। শিবিরে প্রাথমিক চিকিৎসা, কৃমির ওষুধ, ভিটামিন ও আয়রন ট্যাবলেট প্রদান, রোগ প্রতিষেধক প্রদান, বিভিন্ন প্রকার রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকবে। নিকটবর্তী হাসপাতালে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, যক্ষ্মা, কুষ্ঠ, এডস্ আক্রান্তদের চিহ্ণিত করে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।

জেলার এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘‘ওই সব এলাকার মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে জনমত গঠন, প্রচলিত বৈজ্ঞানিক স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা সম্পর্কে আগ্রহী করে তুলতে এই শিবির হচ্ছে।’’ শিবিরে শৌচাগার তৈরি ও তার ব্যবহার সম্পর্কেও নিবিড় প্রচার করা হবে। লোধা- শবর কল্যাণ সমিতির সম্পাদক বলাইচন্দ্র নায়েক বলেন, ‘‘প্রশাসনের তাগিদের অভাব রয়েছে। তাই লোধা- শবরদের দিনবদল হচ্ছে না।’’

তাঁর কথায়, ‘‘শিবির হোক। ভাল কথা। কিন্তু শিবির যেন নিয়মিত হয়। এক- দু’দিন হল। পরে আর হল না। এমনটা হলে কিন্তু এই উদ্যোগ কখনওই ফলপ্রসূ হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন