বধূর দেহ উদ্ধার, ধৃত ভাসুর

এক বধূকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর ভাসুরকে গ্রেফতার করল পুলিশ। কেশপুরের এই ঘটনায় শ্বশুরবাড়ির অন্য অভিযুক্তরা পলাতক।রবিবার সকালে বাড়ির অদূরে জমিতে সুরেফা বেগম (২৮) নামে ওই বধূর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালের মর্গে পাঠায়। সুরেফার বাপের বাড়ি কেশপুরের উঁচাহারে। বছর বারো আগে তাঁর সঙ্গে বিয়ে হয় কেশপুরেরই সরিষাকোলা ব্রাক্ষ্মণচকের বেসারত আলির। বেসারত জরির কাজের সূত্রে দিল্লিতে থাকেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০০:২৩
Share:

এক বধূকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর ভাসুরকে গ্রেফতার করল পুলিশ। কেশপুরের এই ঘটনায় শ্বশুরবাড়ির অন্য অভিযুক্তরা পলাতক।রবিবার সকালে বাড়ির অদূরে জমিতে সুরেফা বেগম (২৮) নামে ওই বধূর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালের মর্গে পাঠায়। সুরেফার বাপের বাড়ি কেশপুরের উঁচাহারে। বছর বারো আগে তাঁর সঙ্গে বিয়ে হয় কেশপুরেরই সরিষাকোলা ব্রাক্ষ্মণচকের বেসারত আলির। বেসারত জরির কাজের সূত্রে দিল্লিতে থাকেন। অভিযোগ, সুরেফার উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। সম্প্রতি অত্যাচারের মাত্রা বাড়ে। সুরেফা বাপের বাড়ির লোকেদের অভিযোগ, এটি খুনের ঘটনা। শেখ সাজেদ আলি নামে ওই বধূর এক ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। শ্বশুর-শ্বাশুড়ি সহ বাকি অভিযুক্তরা পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement