— প্রতীকী চিত্র।
ঝাড়গ্রামে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগে ধৃত ৫৫ বছরের প্রৌঢ়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সারথি ভক্তা। তাঁর বয়স ৪৯ বছর। ধৃত মন্টু ভক্তকে রবিবার ঝাড়গ্রাম আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে দু’দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানা এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। স্বামী এবং স্ত্রী দু’জনেই মত্ত ছিলেন। সেই অবস্থায় ঝগড়া হয় দু’জনের। বাড়িতে ছিল একটি কুড়ুল। অভিযোগ, সেই কুড়ুল দিয়ে স্ত্রীর গলায় এবং শরীরে আঘাত করেন মন্টু। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন সারথি।
সারথিকে নয়াগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নয়াগ্রাম থানার পুলিশ। মন্টুকে গ্রেফতার করা হয়। রবিবার সারথির দেহ ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ।