Jangalmahgal

Jangalmahal: পুলিশে চাকরি পেতে কী কী করতে হবে? ঝাড়গ্রামের শিবিরে হাতেকলমে শিখছেন জঙ্গলমহলের মেয়েরা

‘সাফল্যের পথে’ নামে এই কর্মসূচিতে লালগড় থানা এলাকায় ৬৫ জন প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

 ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ২২:৩১
Share:

চলছে প্রশিক্ষণ। —নিজস্ব চিত্র।

পুলিশে চাকরির জন্য জঙ্গলমহলের মেয়েদের শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুতির প্রশিক্ষণ দিতে শিবির শুরু করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। বুধবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার উদ্যোগে সবুজ সংঘের মাঠে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ। বিনপুর, বেলপাহাড়ি এবং জামবনি-সহ জেলার বাকি থানা এলাকাতেও এ ধরনের শিবির শুরুর পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

Advertisement

‘সাফল্যের পথে’ নামে এই কর্মসূচির দায়িত্বে রয়েছেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ। এ বিষয়ে উৎসাহিত পুলিশ সুপারও। তিনি বলেন, ‘‘জঙ্গলমহলের মতো প্রত্যন্ত এলাকায় বহু প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছেন। সামান্য প্রশিক্ষণ দিলে তাঁদের সরকারি চাকরি পেতে অসুবিধা হবে না। সেই লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে সেনাবাহিনী ও পুলিশে চাকরির প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। লালগড় থানা এলাকায় ৬৫ জন প্রশিক্ষণ দেওয়া হবে। বুধবার শিবিরে ৩০ জন মেয়ে যোগ দিয়েছেন।’’

শারীরিক উচ্চতা ও ওজনের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতামান পার করতে হবে চাকরিপ্রার্থীদের। —নিজস্ব চিত্র।

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে মহিলা মিলিটারি পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে অনলাইনে আবেদনের শেষ দিন ২০ জুলাই। বয়স হতে হবে ১৮ থেকে ২১ বছর। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ ছাড়াও শারীরিক উচ্চতা ও ওজনের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতামান থাকতে হবে। প্রার্থীদের সেই পরীক্ষার প্রস্তুতি ছাড়া অনলাইনে আবেদনেও সহযোগিতা করছেন পুলিশ আধিকারিকেরা। তাঁরা জানিয়েছেন, পুলিশের চাকরিতে দৌড়, জাম্প-সহ বিভিন্ন স্কিল সেখানোর পাশাপাশি লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান-সহ অন্যান্য বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রার্থীদের। এমনকি, বইপত্র দিয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পুলিশ আধিকারিকেরা। পুলিশ সুপার জানান, প্রার্থীদের ‘স্কিল ডেভেলপমেন্ট’ করানোই শিবিরের মূল লক্ষ্য। ভবিষ্যতে ছেলেদের জন্য এ রকম শিবিরের ব্যবস্থা করা হবে। বুধবার প্রশিক্ষণ নিতে এসে মেয়েরা বলেন, ‘‘পুলিশের পরীক্ষায় বসতে গেলে কী কী প্রয়োজন, তা জানতে পারছি। এই প্রশিক্ষণে ভয়ও দূর হচ্ছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন