মডেল রাস্তা তৈরিতে উদ্যোগী ঝাড়গ্রাম পুরসভা

ঝাড়গ্রাম জেলা হওয়া এখন সময়ের অপেক্ষা। তার আগেই ঝাড়গ্রাম শহরে মডেল রোড তৈরির কাজ শুরু করে দিল ঝাড়গ্রাম পুরসভা। অরণ্যশহরের ১৪ নম্বর ওয়ার্ডে আড়াইশো মিটার লম্বা একটি মোরাম রাস্তাকে শহরের প্রথম মডেল রাস্তা হিসেবে তৈরি করা হচ্ছে। কাজ চলছে জোর কদমে। এ জন্য খরচ হচ্ছে প্রায় ৭০ লক্ষ টাকা।

Advertisement

কিংশুক গুপ্ত

ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০০:০৩
Share:

শহরে তৈরি হচ্ছে মডেল রাস্তা। ছবি: দেবরাজ ঘোষ

ঝাড়গ্রাম জেলা হওয়া এখন সময়ের অপেক্ষা। তার আগেই ঝাড়গ্রাম শহরে মডেল রোড তৈরির কাজ শুরু করে দিল ঝাড়গ্রাম পুরসভা।

Advertisement

অরণ্যশহরের ১৪ নম্বর ওয়ার্ডে আড়াইশো মিটার লম্বা একটি মোরাম রাস্তাকে শহরের প্রথম মডেল রাস্তা হিসেবে তৈরি করা হচ্ছে। কাজ চলছে জোর কদমে। এ জন্য খরচ হচ্ছে প্রায় ৭০ লক্ষ টাকা। রঘুনাথপুর এলাকায় মেন রোড এবং মধুবন রোডের সঙ্গে সংযোগকারী ‘সমাহার’ পত্রিকা ভবন যাওয়ার আড়াইশো মিটার লম্বা ওই রাস্তাটি বেশ চওড়া। রাস্তায় কোনও জবরদখলও নেই। এতদিন ওই এলাকায় মোরাম রাস্তাটির বেহাল অবস্থা ছিল। এখন সেখানে উপযুক্ত নিকাশি নালা, ফুটপাথ এবং মাঝ বরাবর বাগান-সহ প্রায় ৫০ ফুট চওড়া ডবল লেনের রাস্তা তৈরি হচ্ছে। এক একটি লেন ১৪ ফুট চওড়া। এ ছাড়া রাস্তার দু’পাশে তিন ফুট করে চওড়া নর্দমা এবং সাড়ে ৬ ফুট চওড়া ফুটপাথ থাকছে। রাস্তার মাঝ বরাবর রেলিঙে ঘেরা সাড়ে ৬ ফুট চওড়া ফুল ও পাতাবাহারের বাগান তৈরি হচ্ছে। বাগানের জন্য জলের ট্যাপেরও ব্যবস্থাও থাকছে। নির্মীয়মান মডেল রাস্তাটি সম্প্রসারণে জন্য বিদ্যুতের ৫ টি খুঁটি সরিয়ে দেওয়ার জন্য বিদ্যুৎ বন্টন সংস্থাকে অনুরোধ করা হয়েছে। বাসিন্দাদের দাবি রাস্তাঘাট, ফুটপাথ ও নিকাশির পরিকাঠামোর ঢেলে সাজা প্রয়োজন।

পুরপ্রধান দুর্গেশ মল্লদেব বলেন, “আগামীতে জেলা সদর হওয়ার লক্ষ্যে ঝাড়গ্রাম শহরের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। শহরের অন্যান্য ওয়ার্ডগুলিতেও আরও কয়েকটি মডেল রাস্তা তৈরি করা হবে।” পুরসভা সূত্রের খবর শহরের মেন রোড-সহ কয়েকটি রাস্তার দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। দফতরের ঝাড়গ্রাম মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রদীপ বিশ্বাস বলেন, “প্রথম পর্যায়ে শহরের মেন রোডের একটি গুরুত্বপূর্ণ অংশের সম্প্রসারণ করে ডবল লেন করা হবে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন