প্রয়াত সিপিএম নেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন ভারত নির্মাণ পার্টির রাজ্য সভাপতি লক্ষ্মণ শেঠ। সোমবার সন্ধ্যায় তমলুকের এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রতবাবু। তাঁর পরিবার সূত্রে দাবি, রবিবার ভোরে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেলেন অসুস্থ হয়ে পড়েন। সুব্রতবাবুর ছেলে সৌম্য বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘‘লক্ষ্মণবাবুরাই তাঁর বাবাকে অন্যায় ভাবে দল থেকে বাদ দেন। পরে অবশ্য তাঁকে ফের দলে ফিরিয়ে নেওয়া হয়। যদিও তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।’’