একে একে আলো নিভছে উড়ালপুলে

গত শারদোৎসবে নীল-সাদা এলইডি-তে সেজেছিল খড়্গপুরের পুরীগেট উড়ালপুল। ঠাকুর দেখতে বেরনো শহরবাসীর মন কেড়েছিল সেই আলোর সাজ। অনেকেই উড়ালপুলে নিজস্বী তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

Advertisement

দেবমাল্য বাগচী

খড়্গপুর শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০১:৩৩
Share:

অকেজো: পুরীগেট উড়ালপুলের মাঝে মাঝে অনেক আলোই জ্বলছে না। নিজস্ব চিত্র

গত শারদোৎসবে নীল-সাদা এলইডি-তে সেজেছিল খড়্গপুরের পুরীগেট উড়ালপুল। ঠাকুর দেখতে বেরনো শহরবাসীর মন কেড়েছিল সেই আলোর সাজ। অনেকেই উড়ালপুলে নিজস্বী তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। মাস দু’য়েক পর থেকেই অবশ্য একে একে আলো নিভতে শুরু করে। শহরবাসী গোড়ায় ভেবেছিলেন, অকেজো আলো মেরামত হবে। কিন্তু কোথায় কী! রক্ষণাবেক্ষণের অভাবে বেশিরভাগ আলোই নিভে গিয়েছে। আঁধারে ডুবেছে উড়ালপুল।

Advertisement

ছ’মাসের মধ্যেই খড়্গপুরের পুরীগেট উড়ালপুলের এমন হাল হয়ে যাওয়ায় শহরবাসী ক্ষুব্ধ। পুজোর আগে পুরসভার টাকাতেই ওই এলইডি আলো লাগানো হয়েছিল। তখন শহরবাসীর প্রশংসা কুড়িয়েছিল পুরসভা। কিন্তু অনেক আলোই না জ্বলায় এখন হতশ্রী দশা ওই উড়ালপুলের। মূলত সাদা আলোগুলিই জ্বলছে না। অথচ এই আলো মেরামতে পুরসভার কোনও উদ্যোগ এখনও চোখে পড়ছে না বলে শহরবাসীর অভিযোগ।

গত বছর সেপ্টেম্বরে শহরের পুরীগেট ও পুরপ্রধানের নিজের ২০ নম্বর ওয়ার্ড এলাকা এলইডি আলোয় সেজে উঠবে বলে ঘোষণা করা হয়েছিল। সেই মতো রাতে শহরের সৌন্দর্যায়নে পুরীগেট উড়ালপুলে উড়ালপুলের বিভিন্ন খুঁটি, রেলিংয়ে নীল-সাদা এলইডি জড়িয়ে দেওয়া হয়। অক্টোবরে পুজোর আগেই আলোকসজ্জার কাজ শেষ হয়ে যাওয়ায় খুশি হয়েছিলেন শহরবাসী। কিন্তু এখন অনেক আলোই নষ্ট হয়ে গিয়েছে। ওই পথে যাতায়াতকারী তালবাগিচার সঞ্জীব ঘোষ দস্তিদার বলছিলেন, “যদি পুরসভা ওই আলো টাকা দিয়ে কিনে স্থায়ীভাবে আলোসজ্জা করে থাকে তবে আলো রক্ষণাবেক্ষণ হওয়া উচিত। বিক্ষিপ্ত ভাবে আলো না জ্বলায় আমরা হতাশ।’’ একই কথা বলেছেন প্রেমবাজারের বাসিন্দা স্বপন দাস। তাঁর কথায়, “উড়ালপুলে নিভে যাওয়া সজ্জিত এলইডি আলো পুরসভার রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন।”

Advertisement

সমস্যা অজানা নয় পুর-কর্তৃপক্ষেরও। খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকারের কথায়, “আমিও দেখেছি উড়ালপুলে কিছু অংশে এলইডি আলো জ্বলছে না। আসলে মানুষের হাতের নাগালে থাকায় কোনওভাবে ওই আলোগুলির তার কেটে গিয়েছে। আমরা ঠিক করেছি নীচের দিকে আলো না রেখে উপরের অংশে আলো লাগাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন