কবিতার জন্য গোটা একটা দিন, তৈরি শহর

কোথাও কথায় নাচ- গান-পাঠের অনুষ্ঠান, কোথাও বিশিষ্টজনকে সংবর্ধনা, কোথাও আবার সবাই মিলে বেশ খানিকটা পথ হাঁটা— সবই কবিতার জন্য। আজ, মঙ্গলবার বিশ্ব কবিতা দিবসে এমনই নানা আয়োজন থাকছে শহর মেদিনীপুরে। সবই কবিতাকে মনে রেখে, কবিতাকে ভালবেসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ০১:০৯
Share:

কোথাও কথায় নাচ- গান-পাঠের অনুষ্ঠান, কোথাও বিশিষ্টজনকে সংবর্ধনা, কোথাও আবার সবাই মিলে বেশ খানিকটা পথ হাঁটা— সবই কবিতার জন্য। আজ, মঙ্গলবার বিশ্ব কবিতা দিবসে এমনই নানা আয়োজন থাকছে শহর মেদিনীপুরে। সবই কবিতাকে মনে রেখে, কবিতাকে ভালবেসে।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ফেডারেশন হলে বিশ্ব কবিতা দিবস উদ্‌যাপন করবে সাংস্কৃতিক সংস্থা ‘স্বর-আবৃত্তি’। সংস্থার তরফে অনিতা বসু ও দীপক বসু জানালেন, অনুষ্ঠানে ‘স্বর-আবৃত্তি সম্মান’ জ্ঞাপন করা হবে বিশিষ্ট রবীন্দ্র গবেষক অনুত্তম ভট্টাচার্যকে। ‘বাংলা কবিতার সুন্দরের অপরূপ ভুবন’ শীর্ষক আলোচনাসভাও হবে। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মেদিনীপুর কলেজের অধ্যাপক সুস্নাত জানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদারের। আবৃত্তি, সঙ্গীত, নৃত্যে সাজানো থাকবে গোটা অনুষ্ঠান। পরিকল্পনা শুভদীপ বসুর।

মেদিনীপুরের এক ঝাঁক তরুণ কবি আবার মঙ্গলবার বিকেলে এক পদযাত্রার আয়োজন করেছেন। শহরের নজরুল মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে রবীন্দ্র মূর্তির পাদদেশ পর্যন্ত এই পদযাত্রা হবে। কর্মসূচির অন্যতম উদ্যোক্তা অভিনন্দন মুখোপাধ্যায়ের কথায়, “আমরা কবিতার জন্য এই পদযাত্রায় সকলকে সামিল হতে আহ্বান জানাচ্ছি।” পদযাত্রায় যোগ দেবেন শহরের কবি, সাহিত্যিক, শিল্পী, কবিতাপ্রেমীরা। থাকবেন বিশ্ব বন্দ্যোপাধ্যায়, সুজাতা কয়ালের মতো সংস্কৃতিপ্রেমীরা। প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুজাতাদেবী বলছিলেন, “একটা জমজমাট আড্ডার অপেক্ষায় রয়েছি।” বিশ্ববাবুর কথায়, “অন্য বিকেল কাটাবো আমরা। হাঁটবো কবিতার জন্য।”

Advertisement

শহর মেদিনীপুরে লেখালেখির চর্চা বেশ পুরনো। নতুন প্রজন্মের অনেকেও নানা স্বাদের লেখালেখি করছেন। অনেকের লেখা কলকাতা থেকে প্রকাশিত নানা পত্রিকায় ছাপাও হচ্ছে। মেদিনীপুর থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিনের সংখ্যাও নেহাত কম নয়। লিটল ম্যাগাজিনের হাত ধরে অনেকের কবিতা লেখায় হাতেখড়ি হচ্ছে। শহরের তরুণ কবিরা মানছেন, লিটল ম্যাগাজিনগুলো উদীয়মান কবিদের কাছে একটা প্ল্যাটফর্ম।

এই শহরে মাঝেমধ্যেই কবিতা পাঠের আসর বসে। শহরের কবিতাপ্রেমীরা তাই আস্ত একটা দিন শুধু কবিতার জন্য কাটাতে উন্মুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন