রাজনীতি আর আবিরের রঙে একাকার ভোট-বসন্ত

২০১১ সালের আগে পাঁশকুড়া তথা পূর্ব মেদিনীপুরের বাজারে একচ্ছত্র ‘আধিপত্য’ ছিল লাল রঙের আবিরের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁশকুড়া শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৪:১৯
Share:

বিক্রি হচ্ছে আবির। পাঁশকুড়ার যশাড়ে। ছবি: কৌশিক সাঁতরা

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। নির্বাচনী প্রচারও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ‘রাজনৈতিক রং আর আবিরের রংয়ে’র মিশ্রণে জমে উঠেছে এবারের দোলের বাজার। দলীয় রঙে ভোটারদের রাঙাতে প্রস্তুত রাজনৈতিক দলগুলি।

Advertisement

২০১১ সালের আগে পাঁশকুড়া তথা পূর্ব মেদিনীপুরের বাজারে একচ্ছত্র ‘আধিপত্য’ ছিল লাল রঙের আবিরের। তবে ২০১১ এর পরে ছবিটা বদলেছে। এলাকার আবির ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন, সবুজ আবিরের বিক্রি বেড়ে গিয়েছে। তাঁদের বেশিরবাগেই জানাচ্ছেন, এবার পাঁশকুড়া এবং কোলাঘাটে দোলের রং বলতে একটাই, তা হচ্ছে সবুজ।

দোল উৎসবকে শাসকদল তৃণমূল থেকে বিরোধীরা, সকলেই জন সংযোগের মাধ্যম হিসাবে কাজে লাগাতো উদ্যোগী হয়। তাই আগে থেকেই দোকানগুলিতে পছন্দের আবিরের অর্ডার পড়ে যায়। পাঁশকুড়ায় এবার সব থেকে বেশি বিক্রি হচ্ছে সবুজ আবির। গত কয়েক মাসে জেলায় বিজেপি শিবির নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করলেও পাঁশকুড়ার বাজারে গেরুয়া আবিরের বিক্রি তেমন ভাবে নেই বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। তবে কার্যত বিরোধী শূন্য পাঁশকুড়ায় লাল আবিরের কিছুটা চাহিদা রয়েছে। তাই পাঁশকুড়ার আবিরের লড়াইটা সবুজ আর লালের। পাঁশকুড়ার এক ব্যবসায়ী বাদলচন্দ্র দুয়ারী বলেন, ‘‘এলাকায় সবুজ আবিরের চাহিদা থাকে সব থেকে বেশি। পুজোর জন্য লাল ও গোলাপি আবিরের চাহিদা কিছুটা থাকে।’’

Advertisement

কোলাঘাটে অবশ্য সবুজের সাথে সমানে টক্কর দিচ্ছে লাল এবং গেরুয়া, দুই রঙের আবিরই। পাঁশকুড়ার এক ব্যবসায়ী তপনকুমার সামন্ত বলেন, ‘‘পাঁচ কুইন্টাল আবির এনেছি। তার মধ্যে চার কুইন্টাল সবুজ, বাকিটা অন্য রঙের।’’ কোলাঘাটের আর এক আবির বিক্রেতার আবার দাবি, ‘‘এবার অন্য বারের চেয়ে লাল ও গেরুয়া আবিরেরও চাহিদা রয়েছে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সব মিলিয়ে রাজনীতির রং যে প্রভাব ফেলছে দোলের আবিরে তাতে কোনও দ্বিমত নেই বলে জানাচ্ছেন স্থানীয়েরা।

তৃণমূলের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি কুরবান শা বলেন, ‘‘পাঁশকুড়ার মানুষ লাল আর গেরুয়া রং অনেকদিন আগেই বর্জন করেছেন। তাই সবুজে রঙের আবিরের চাহিদা দিন দিন বাড়ছে।’’ আবার বিজেপির কোলাঘাট মণ্ডল ৩ এর সভাপতি দেবব্রত পট্টনায়কের দাবি, ‘‘বাজারে গেরুয়া আবিরের চাহিদা বেশি। ভোটের ফলাফলের পর গেরুয়া আবির বিক্রি আরও বেড়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন