আজ পাঁশকুড়ায় ভারতী, তদারকিতে বাড়তি পুলিশ

মাঝে ১৫ দিনের ব্যবধান। ফের পাঁশকুড়ায় প্রচারে আসছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। গত বার ভারতীর প্রতার ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল পাঁশকুড়ার মাইশোরা এলাকায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁশকুড়া শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ০০:০৫
Share:

ভারতী ঘোষ।

মাঝে ১৫ দিনের ব্যবধান। ফের পাঁশকুড়ায় প্রচারে আসছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। গত বার ভারতীর প্রতার ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল পাঁশকুড়ার মাইশোরা এলাকায়। এবার সে ধরনের কোনও পরিস্থিতি এড়াতে তৈরি স্থানীয় পুলিশ। ঘটনাচক্রে, সোনা প্রতারণা মামলায় শনিবারই দাসপুরের বাড়িতে ভারতীকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে নোটিস দিয়েছে সিআইডি।

Advertisement

গত ১১ এপ্রিল পাঁশকুড়ার মাইশোরার গোপাল হাজরা গ্রামে প্রচারে ভারতীকে কালো পতাকা দেখান স্থানীয়েরা। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে রাস্তায় অবস্থান বিক্ষোভে বসে পড়েন ভারতী। এক তৃণমূল কর্মীর খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দিনের শেষে পাঁশকুড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। ওই রাতেই থানার অদূরে বিজেপি কর্মিদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দু’পক্ষের পাল্টা মামলায় গ্রেফতার হন তৃণমূল-বিজেপি’র ছ’জন কর্মী।

ওই ঘটনার পর থেকে পাঁশকুড়ায় বিজেপির তরফে তেমন কোনও বড় প্রচার হয়নি। এই পরিস্থিতিতে আজ, শনিবার পাঁশকুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রচার করার কথা ভারতীর। সকাল ৯টায় পাঁশকুড়া বালিডাংরি এলাকা থেকে তাঁর প্রচার শুরু করার কথা। সেখান থেকে বাইপাস রাস্তা ধরে ভারতী যাবেন প্রতাপপুর এলাকার ভিমতলা পর্যন্ত।

Advertisement

ওই এলাকায় বাড়ি পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্রের। সেখান থেকে পাঁশকুড়া স্টেশন হয়ে মেচগ্রাম পর্যন্ত পদযাত্রা করবেন ভারতী। বিকেল ৪টায় কেশাপাট বাজারে একটি পথসভা করার কথা তাঁর। কিন্তু সিআইডি’র জিজ্ঞাসাবাদ রয়েছে তো! সে প্রসঙ্গে ভারতী ঘোষের দাবি, “দেড় বছরের পুরনো মামলা খুঁচিয়ে তুলে সিআইডিকে সামনে রেখে সরকার এমনটা করছে। এতে আমাকে আটকে যাবে না।”

ভারতীর শনিবারের প্রচারকে ঘিরে থাকছে পাঁশকুড়ায় থাকছে বাড়তি পুলিশি বন্দোবস্ত। ১১ এপ্রিলের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ভারতীর প্রচার এলাকায় থাকবে পুলিশের টহলদারি ভ্যান। পাঁশকুড়া থানার তরফে জানানো হয়েছে, ভারতী ঘোষের প্রচারে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত। আগের থেকে এবার পুলিশের আয়োজন অনেকটাই বেশি থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন