বাসের সমস্যা মেটাতে উদ্যোগী মমতা

সন্ধের পরে বাস পাওয়া যায় না— ঝাড়গ্রাম জুড়েই এই অভিযোগ ছিল। সমস্যা সমাধানে গোটা জেলায় বাস যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর ও কলকাতা যাওয়ার বাস পরিষেবা বাড়ানোরও নির্দেশ দেন তিনি।

Advertisement

কিংশুক গুপ্ত

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:২৩
Share:

হুঁশিয়ারি: জনসংযোগে আরও জোর দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার ঝাড়গ্রামে। ছবি: দেবরাজ ঘোষ।

সন্ধের পরে বাস পাওয়া যায় না— ঝাড়গ্রাম জুড়েই এই অভিযোগ ছিল। সমস্যা সমাধানে গোটা জেলায় বাস যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর ও কলকাতা যাওয়ার বাস পরিষেবা বাড়ানোরও নির্দেশ দেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার বেলপাহাড়ির জনসভাতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বেলপাহাড়ি থেকে বিকেলের পরে ঝাড়গ্রাম যাওয়ার বাস না থাকায় সমস্যার কথা তিনি শুনেছেন। শুক্রবার ঝাড়গ্রাম এসপি অফিসে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে পরিবহণ দফতরের প্রধানসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বলেন, “আমি শুনেছি এখানে বাসের অভাব রয়েছে। বেলপাহাড়ি থেকে একটি বাস চলত সন্ধেবেলায়। সেই বাসটিও বন্ধ করে দেওয়া হয়েছে। আমি চাই, বিকেল পাঁচটার বাসটা চালু করা হোক, যেটা আগে চলত।” সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ঝাড়গ্রাম-মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-কলকাতা বাসের সার্ভিস বাড়াতে হবে। আলাপনবাবু মুখ্যমন্ত্রীকে জানান, কয়েকদিন আগে একলব্য স্কুলের অনুষ্ঠানে এসেছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি কথা দিয়ে গিয়েছেন। ১ মার্চ থেকে কয়েকটা বাস চালানো হবে।

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখন এলাকায় কোনও সমস্যা নেই। মাওবাদীদের নিয়ে চিন্তা করারও কোনও কারণ নেই। মাওবাদীরা সব আমাদের ন্যাশন্যাল স্কিমে জয়েন করে গিয়েছে। ঝাড়খণ্ড সীমানার দিকে কোনও সমস্যা হলে পুলিশ দেখে পদক্ষেপ করবে। সন্ধের দিকে বাস বাড়াও তোমরা। যোগাযোগ বাড়াতে হবে।” এরপরই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)-র এমডি-র কাছে মমতা জানতে চান, কেন ঝাড়গ্রাম জেলায় সরকারি বাস বাড়েনি। এমডি বলেন, “ঝাড়গ্রামে এসবিএসটিসি ডিপো তৈরি হচ্ছে। আশা করছি এ বছরের মধ্যেই ডিপো তৈরি হয়ে যাবে।” মুখ্যমন্ত্রী তাঁকে থামিয়ে দিয়ে ঝাঁঝিয়ে ওঠেন, “ডিপো কবে তৈরি হবে, তার জন্য তো যোগাযোগ বন্ধ রাখতে পারি না। আপনি অবিলম্বে পরিষেবা চালু করুন। আপাতত বিকল্প জায়গায় অস্থায়ী ভাবে ডিপো করুন। ডিপো হয়ে গেলে সরকারি বাসগুলো তখন ওখানে গিয়ে দাঁড়াবে। মানুষের পরিষেবা দেওয়ার জন্য অপেক্ষা করা যাবে না। বাসের অভাবে শিক্ষকরা বাড়ি ফিরতে পারেন না।’’

Advertisement

জেলায় লো ভোল্টেজের সমস্যা মেটাতেও এ দিন বিদ্যুৎ সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেই জানান, লালগড়, বেলপাহাড়ি ও গোপীবল্লভপুর এলাকায় লো ভোল্টেজের সমস্যা রয়েছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাজেশ পাণ্ডে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন, লালগড়ে সাব স্টেশন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। গোপীবল্লভপুর-২ ব্লকে সাব স্টেশন তৈরির জন্য জমি দেখা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন