জোর নিরাপত্তায়

আজ মুখ্যমন্ত্রী হলদিয়ায়, কাল সভা পশ্চিমেও

ব্যাটারি কারখানার উদ্বোধনে আজ, শিল্পশহর হলদিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহরকে।গোটা হলদিয়া শিল্পাঞ্চল এলাকা সেজে উঠেছে মুখ্যমন্ত্রীর ব্যানার-ফেস্টুনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০১:১৯
Share:

সেজে উঠেছে কারখানা চত্বর।নিজস্ব চিত্র।

ব্যাটারি কারখানার উদ্বোধনে আজ, শিল্পশহর হলদিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহরকে। গোটা হলদিয়া শিল্পাঞ্চল এলাকা সেজে উঠেছে মুখ্যমন্ত্রীর ব্যানার-ফেস্টুনে। শিল্পাঞ্চলে প্রবেশের মুখে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি হয়েছে বিশাল গেট। রানিচকের বেহাল রাস্তাও মেরামতের কাজ চলছে জোর কদমে। কারখানার ভেতরে মঞ্চ এবং সংলগ্ন অতিথিদের বসার জায়গা নীল সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়েছে। গোটা কারখানা ঘুরে দেখার জন্য আট আসনের একটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

অন্য দিকে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য স্টেডিয়াম সংলগ্ন বাড়িগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন অন্যান্য এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা উৎপল মাইতি, বিশ্বনাথ মান্না, অশোক মণ্ডল, প্রসেনজিৎ দেবনাথরা বলেন, “বহুদিন বাদে মুখ্যমন্ত্রী হলদিয়ায় আসছেন। তাই আমরা বিষয়টা বন্ধুদের বলে রেখেছি। কারখানার মধ্যে তো আর আমাদের ঢুকতে দেবে না। তবে বাড়ি থেকে দেখতে পাব বলে আশা করছি।’’

প্রসঙ্গত, ২০১৩ সালে বেঙ্গল লিডস অনুষ্ঠানে হলদিয়ায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে জয়ের পর সেটাই ছিল মুখ্যমন্ত্রীর প্রথম হলদিয়া সফর। তিন বছর পর ফের মুখ্যমন্ত্রী আসছেন হলদিয়ায়। দুপুর দেড়টা নাগাদ তিনি নতুন কারখানার উদ্বোধন করবেন। আর এখান থেকেই পশ্চিম মেদিনীপুরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement