উদ্বোধনের পর বছর পার

পাঁশকুড়ায় জল-সঙ্কটে পুরবাসী

পুর এলাকার বাসিন্দাদের পানীয় জল দিতে প্রায় ৪২ কোটি টাকা খরচ করে জল প্রকল্পের উদ্বোধন হয়েছিল বছর খানেক আগে। বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগের জন্য বাসিন্দাদের কাছ থেকে নির্ধারিত হারে টাকাও জমা নেয় পুরসভা।

Advertisement

আনন্দ মণ্ডল

তমলুক শেষ আপডেট: ১৫ মে ২০১৭ ০১:২৫
Share:

জলাধার: প্রকল্পের জন্য।

পুর এলাকার বাসিন্দাদের পানীয় জল দিতে প্রায় ৪২ কোটি টাকা খরচ করে জল প্রকল্পের উদ্বোধন হয়েছিল বছর খানেক আগে। বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগের জন্য বাসিন্দাদের কাছ থেকে নির্ধারিত হারে টাকাও জমা নেয় পুরসভা। অথচ জলের সংযোগ দেওয়ার ক্ষেত্রে টালবাহনার অভিযোগ উঠেছে পাঁশকুড়া পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার উপর গরমে জলস্তর নেমে যাওয়ায় বহু জায়গাতেই নলকূপ ও সাব-মার্সিবল পাম্প অকেজো। এই পরিস্থিতিতে জল সঙ্কটে পড়ে নাজেহাল বাসিন্দারা পুরসভাকেই দুষছেন।

Advertisement

পুরপ্রধান জাকিউর রহমান খান বলেন, ‘‘পুর এলাকায় মাথাপিছু ৭০ লিটার জল বিনামূল্যে সরবরাহ করা হবে। এর বেশি জল নিলে নির্দিষ্ট হারে জলকর নেওয়া হবে। এর জন্য মিটার-সহ জল সংযোগ ব্যবস্থার জন্য নির্দিষ্ট টাকা নেওয়া হচ্ছে।’’ তিনি জানান, প্রক্রিয়াগত কারণে সংযোগ দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। তবে জলের চাহিদা মেটাতে কি‌ছু এলাকায় পুরসভার তরফে জলের ট্যাঙ্ক রাখা হচ্ছে।’’

পুরসভা ও স্থানীয় সূত্রে খবর, ২০০২ সালে পাঁশকুড়া পুরসভা গঠন হলেও বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য জলপ্রকল্প ছিল না। পাঁশকুড়া পুরাতন বাজারের কাছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের জলপ্রকল্পের কিছু এলাকায় পাইপ লাইনে জল সরবরাহের ব্যবস্থা ছিল। পুরসভা গঠনের পর বাসিন্দাদের জল সরবরাহের জন্য প্রায় প্রতিটি ওয়ার্ডে সাব-মার্সিবল পাম্প বসাতে উদ্যোগী হন পুর কর্তৃপক্ষ। ওই জল ট্যাপকলের মাধ্যমে সরবরাহ করা হয়। যদিও বাসিন্দারা দীর্ঘদিন ধরে বাড়িতে বাড়িতে জল সংযোগের দাবি জানিয়ে আসছিলেন।

Advertisement

বাসিন্দাদের দাবি পূরণে ২০১৫ সালে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর জল প্রকল্প গড়তে পুরসভাকে ৩৫ কোটি টাকা বরাদ্দ করে। পুর এলাকায় নতুন তিনটি জলাধার-সহ পাম্প হাউস তৈরি হয়। প্রতিটি ওয়ার্ডে জল সরবরাহের জন্য পাইপলাইনও পাতা হয়। এক বছর আগে ঘটা করে প্রকল্পের উদ্বোধন হয়। প্রতি বাড়িতে জলের সংযোগ দিতে পুর কর্তৃপক্ষ গত ডিসেম্বর মাস থেকে বাসিন্দাদের কাছ থেকে টাকা জমা নিতে শুরু করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টাকা জমা দিয়েও জলের সংযোগ না পেয়ে বাসিন্দারা পুরসভার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। ২ নম্বর ওয়ার্ডের কনকপুর এলাকার বাসিন্দা সুতপা সামন্ত বলেন, ‘‘জলের সংযোগ নিতে দু’মাস আগে তিন হাজার টাকা পুরসভায় জমা দিয়েছিলাম। অথচ, এখনও সংযোগই পাইনি। কবে পাব তাও জানি না। বাড়ির কাছে সাব-মার্সিবল পাম্পও খারাপ থাকায় অনেক দূর থেকে রোজ জল আনতে হচ্ছে।’’ একই অভিযোগ উঠেছে ৫ নম্বর ওয়ার্ডেও। স্থানীয় বাসিন্দা সিরাজুল খান বলেন, ‘‘বাড়িতে জলের লাইন নেওয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম দু’মাস আগে। এখনও জলের সংযোগ দেওয়া হয়নি।’’

পাঁশকুড়া পুর-নাগরিক কমিটির যুগ্ম-সম্পাদক সুনীল জানার দাবি, ‘‘পুর এলাকার সমস্ত বাসিন্দারা যাতে পরিস্রুত পানীয় জল পান, সে জন্য দ্রুত বাড়ি বাড়ি জলের সংযোগ দিতে ব্যবস্থা নিক পুরসভা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন