Sisir Adhikari

শ্রমিকদের হয়রানি রুখতে বার্তা শিশিরের

উল্লেখ্য, বিড়ি শ্রমিকদের পাকা বাড়ি না থাকলে, তাঁরা বাড়ি নির্মাণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিয়ে এক লক্ষ ৭০ হাজার টাকা আর্থিক সাহায্য পান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০০:০০
Share:

নন্দকুমারে শ্রমিক মেলায় শিশির অধিকারী। নিজস্ব চিত্র

সরকারি প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে পঞ্চায়েতের ‘নো-অবজেকশন’ পেতে যাতে হয়রানি না করা হয়, সে জন্য দলীয় নেতাদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারী।

Advertisement

বুধবার নন্দকুমারের ব্যবত্তারহাট হাইস্কুল প্রাঙ্গণে তমলুক মহকুমা শ্রমিক মেলার উদ্বোধনে এসেছিলেন কাঁথির সাংসদ শিশির। সেখানে তিনি বলেন, ‘‘শ্রমিকদের ঘর তৈরির জন্য নো-অবজেকশন দিতে হয় পঞ্চায়েত প্রধানদের। আমি তাঁদের করজোড়ে বলি, কিছু ফর্ম আটকে রেখেছেন, দুটো অঞ্চলে। নো-অবজেকশন করে দিচ্ছন না কেন। দিয়ে দাও ওঁদের সই করে।’’ এর পরেই শিশিরের হুঁশিয়ারি, ‘‘গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে আমাদের নেতা-সদস্যেরা রয়েছেন। আমরা আপনাদের সাহায্য করব।’’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিশির বলেন, ‘‘শ্রমিকদের প্রাপ্য অধিকার পৌঁছে দেওয়ার জন্য এই শ্রমিক মেলা আয়োজন করা হয়েছে। এখানে প্রকাশ্যে শ্রমিকদের হাতে সাহায্য তুলে দেওয়া হচ্ছে। আমরা পরিচ্ছন্নভাবে কাজ করতে চাই। যাঁর যা অধিকার আছে, তিনি তা পাবেন। কোনও কাটমানির ব্যাপার এতে নেই।’’

Advertisement

উল্লেখ্য, বিড়ি শ্রমিকদের পাকা বাড়ি না থাকলে, তাঁরা বাড়ি নির্মাণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিয়ে এক লক্ষ ৭০ হাজার টাকা আর্থিক সাহায্য পান। এ জন্য পঞ্চায়েত প্রধানদের ‘নো-অবজেকশন’ জমা দিতে হয়। ওই নিয়েই দলীয় নেতৃত্বেক শিশির এ দিন সতর্ক করে দিলেন।

এ দিন মেলার অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের ৫,৪২৫ জন অসংগঠিত শ্রমিককে মোট ৩ কোটি ৯৫ লক্ষ ৩৮ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়েছে। মেলা চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। শ্রমিক মেলা উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, শ্রম দফতরের অতিরিক্ত কমিশনার সুমিতা মুখোপাধ্যায়, যুগ্ম-শ্রম কমিশনার মিহির সরকার, অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) শেখর সেন, বিডিও মহম্মদ আবু তায়েব প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন