মেদিনীপুর নেতাজিনগর

নেশার আড্ডায় বাধা, গাছ কাটল দুষ্কৃতীরা

রাতের জমাটি আড্ডায় বাদ সেধেছিলেন পাড়ার লোকজন। রাতের অন্ধকারে পুকুর পাড়ের গাছ কেটে তাই বদলা নিল দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ০১:০৬
Share:

পুকুর পাড়ের এই গাছগুলিই কাটা হয়েছে।ছবি: রামপ্রসাদ সাউ

রাতের জমাটি আড্ডায় বাদ সেধেছিলেন পাড়ার লোকজন। রাতের অন্ধকারে পুকুর পাড়ের গাছ কেটে তাই বদলা নিল দুষ্কৃতীরা।

Advertisement

যখন রাজ্য জুড়ে বন মহোৎসব চলছে, রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো হচ্ছে, তখন এ ভাবে গাছ কেটে ফেলায় ক্ষুব্ধ মেদিনীপুর শহরের নেতাজিনগরের বাসিন্দারা। প্রশাসনের সব স্তরে লিখিত অভিযোগও জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ধরনের ঘটনা বন্ধে এলাকায় টহল বাড়ানো হবে।

শেখপুরা এলাকায় কয়েক বছর আগে একটি পুকুরের চারদিকে গড়ে ওঠে নতুন বসতি— নেতাজিনগর। পুকুর সংস্কার, পাড় বাঁধানো, মাছ চাষের ব্যবস্থা সবই হয়। সৌন্দর্যায়নে পুকুর পাড়ে লাগানো হয় গাছ। তবে সম্প্রতি সেখানে বহিরাগতদের আনাগোনা, নেশার আড্ডা শুরু হয়। সম্প্রতি এর প্রতিবাদ করায় স্থানীয় বাণী পড়িয়ার কাচের জানলায় ঢিল মারা হয়। তারপর থেকে সজাগ ছিলেন বাসিন্দারা। শুক্রবার রাত ৯টা নাগাদ কয়েকজনকে পুকুর পাড়ে বসে থাকতে বেশ কয়েকজন বেরিয়ে আসেন। দেখেন, জনাকয়েক যুবক মদ্যপান করছে। পাড়ার লোকেদের দেখে মদ্যপরা পালিয়ে যায়। কিন্তু শনিবার
সকালে উঠে দেখা যায়, সাতটি দেবদারু গাছ কাটা।

Advertisement

স্থানীয় বাসিন্দা বিমাকর্মী গৌরগোপাল ঘোষ, প্রাক্তন জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) অসীম পালদের ক্ষোভ, “কত কষ্টে গাছগুলো বড় করেছি। তার এই হাল দেখে পাড়ার সকলে ফুঁসছে।’’ স্থানীয় অরুণা পাল, কাকলী মণ্ডলরাও বলেন, “সহজে এমন ঘটনা মেনে নেওয়া যাবে না।”

তাই জোট বাঁধছে নেতাজিনগর। প্রশাসন পদক্ষেপ করলে ভাল। নাহলে প্রতিরোধ হবে। আপাতত সন্ধের পরে মদ্যপদের রুখতে লাঠি নিয়ে পাহারা দেবেন স্থানীয়রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন