আধুনিক হবে রান্নাঘর, প্রস্তাব

ঝাড়গ্রাম জেলা ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালের রান্নাঘর এ বার আধুনিক হবে। এমনই জানিয়েছেন সুপার মলয় আদক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০২:১৭
Share:

অপেক্ষায়: ঝাড়গ্রাম জেলা হাসপাতালের রান্নাঘর। নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম জেলা ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালের রান্নাঘর এ বার আধুনিক হবে। এমনই জানিয়েছেন সুপার মলয় আদক। জানা গিয়েছে, ৪২৪ শয্যা বিশিষ্ট ঝাড়গ্রাম জেলা ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালের রান্নাঘরটি বহু পুরনো। ঝাঁ চকচকে নতুন হাসপাতাল ভবন তৈরি হলেও রান্নাঘর রয়ে গিয়েছে পুরনো ভবনে। মলয়বাবু বলেন, ‘‘আধুনিক হাসপাতালের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরনো রান্নাঘরটিও আধুনিক করা দরকার। এ জন্য পিডব্লুডিকে একটি প্রস্তাব দিয়েছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে।’’

Advertisement

হাসপাতালে খাদ্য সরবরাহকারী সংস্থার অভিযোগ, পুরনো রান্নাঘরে রান্নার জায়গা, খাবার পরিবেশন করার জায়গার অভাব রয়েছে। ঘরের লোহার খাটের ওপর থালা রেখে খাবার সাজানো হয়। সংস্থার দাবি ২০১৫ সালে যখন দরপত্র দেওয়া হয় তখন জেলা হাসপাতালে শয্যা সংখ্যা ছিল ২৮৫। ভরা মরসুমে প্রায় ৩০০ জনের খাবার দিতে হত এখন সেটা বেড়েগিয়ে প্রায় সাড়ে ৪০০-এর কাছাকাছি দাঁড়িয়েছে। তা ছাড়া আগে হাসপাতালে একটি ভবন ছিল। এখন নতুন ও পুরনো মিলিয়ে দু’টো হয়েছে। কিন্তু বাড়েনি কর্মী সংখ্যা। ফলে পরিষেবা দিতে হিমসিম খাচ্ছেন তাঁরা। সংস্থার কর্ণধার সুভাষ দাস বলেন, ‘‘আমরা এখন রোগীপিছু তিন বেলা খাবার বাবদ সরকারের কাছ থেকে ৫১ টাকা ৯০ পয়সা পাই। কিন্তু রান্না করার জায়গার আরও আধুনিকীকরণ প্রয়োজন। জলের ব্যবস্থাও খুব খারাপ। এত লোকের রান্নার জন্য প্রয়োজনীয় জায়গাও নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন