সুভাষ স্মরণ দুই মেদিনীপুরে

সুভাষচন্দ্র বসুর ১২১ তম জন্ম দিবস উদযাপন হল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। সোমবার সকালে নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে সুভাষচন্দ্র-সহ বিপ্লবীদের মূর্তিতে মাল্যদান করা হয়। তমলুক পুরসভার অফিস প্রাঙ্গণে সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেন পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন-সহ অন্যান্য পুর কাউন্সিলররা। তমলুক রাজবাড়ি ময়দানে সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক ও ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৭ ০০:২৮
Share:

হলদিয়ায় সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে অনুষ্ঠান। নিজস্ব চিত্র।

সুভাষচন্দ্র বসুর ১২১ তম জন্ম দিবস উদযাপন হল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। সোমবার সকালে নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে সুভাষচন্দ্র-সহ বিপ্লবীদের মূর্তিতে মাল্যদান করা হয়। তমলুক পুরসভার অফিস প্রাঙ্গণে সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেন পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন-সহ অন্যান্য পুর কাউন্সিলররা। তমলুক রাজবাড়ি ময়দানে সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান করা হয়।

Advertisement

জেলা বামফ্রন্টের উদ্যোগে তমলুক শহরের হাসপাতাল মোড়ে সুভাষচন্দ্রের জন্ম দিবস ‘দেশপ্রেম দিবস’ হিসেবে পালন করা হয়। রাজ্য সরকারি কর্মচারী সংগঠন স্টিয়ারিং কমিটির উদ্যোগে তমলুকের রাধামনি হাই রোডে সুভাষচন্দ্রের জন্মদিবস পালন করা হয়। পঞ্চায়েত সমিতির বিবেকানন্দ সভাগৃহে মূর্তিতে মাল্যদান, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। চণ্ডীপুর ব্লকে ছাত্র-যুব উৎসবের আয়োজন করা হয়। পাঁশকুড়া ব্লকের উদ্যোগে শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলে ও পাঁশকুড়া পুরসভার উদ্যোগে ব্রাডলি বার্ট হাইস্কুলে সুভাষচন্দ্রের জন্ম দিবস উদযাপন করা হয়।

সরকারি ভাবে ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে ঝাড়গ্রাম শহরের সুভাষচকে সুভাষচন্দ্রের মূর্তিতে শ্রদ্ধা জানান ঝাড়গ্রামের মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো, এসডিপিও (ঝাড়গ্রাম) বিবেক বর্মা, ঝাড়গ্রামের পুরপ্রধান দুর্গেশ মল্লদেব প্রমুখ। ঝাড়গ্রাম পুরসভা ও যুব কল্যাণ দফতরের যৌথ উদ্যোগে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়েও নেতাজি স্মরণে একটি অনুষ্ঠানে নেতাজির ছবিতে মালা দেন অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো। তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে শহরের নেতাজি আদর্শ উচ্চ বিদ্যালয়ে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়। নেতাজী সুভাষ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে শুরু হল সুভাষ মেলা। রবিবার চন্দ্রকোনার কালিকাপুরে মেলার উদ্বোধন করেন সমাজসেবী অজিত মাইতি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন