নজরে মহিলা সুরক্ষা, ৩৩ স্টেশনে ক্যামেরা

মহিলাদের নিরাপত্তায় এ বার বিভিন্ন স্টেশনে সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল। নির্ভয়া প্রকল্পে এই ক্যামেরা বসানো হবে বলে সম্প্রতি রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ০১:৪৪
Share:

দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনে মহিলা কামরায় ইতিমধ্যে বসেছে সিসি ক্যামেরা (চিহ্নিত)। নিজস্ব চিত্র

মহিলাদের নিরাপত্তায় এ বার বিভিন্ন স্টেশনে সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল। নির্ভয়া প্রকল্পে এই ক্যামেরা বসানো হবে বলে সম্প্রতি রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। খড়্গপুর ডিভিশন ছাড়াও দক্ষিণ-পূর্ব রেলের অন্য ডিভিশনে এই সিসি ক্যামেরা বসানো হবে। ক্যামেরা থাকবে রাজধানী, শতাব্দী ও দুরন্তের মতো প্রিমিয়াম ট্রেনের কামরাতেও। এ জন্য নির্ভয়া প্রকল্পে দক্ষিণ-পূর্ব রেলে প্রায় ৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

Advertisement

ইতিমধ্যেই খড়্গপুর ডিভিশনের দিঘা ও বালেশ্বর স্টেশনে নির্ভয়া প্রকল্পে সিসি ক্যামেরায় নজরদারি শুরু করা হয়েছে। নতুন করে দক্ষিণ-পূর্ব রেলের আরও ৩৩টি স্টেশনকে এ বার নজরদারির আওতায় আনা হবে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, “যে ৩৩টি স্টেশন এখনও পর্যন্ত সিসিটিভি ক্যামেরার নজরদারির বাইরে রয়েছে সেখানে নির্ভয়া প্রকল্পে ক্যামেরা বসানো হবে। ইএমইউ ট্রেনের মহিলা কামরাতেও সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। যাত্রী সুরক্ষা আরও বাড়াতেই আমরা এই উদ্যোগ।”

কয়েক বছর ধরেই গুরুত্বপূর্ণ স্টেশনে সিসি ক্যামেরা বসানোয় জোর দেওয়া হয়েছে। চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরায় নজরদারির দল গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর, মেদিনীপুর, সাঁতরাগাছি, ঝাড়গ্রাম, গিধনি, সরডিহা, রাঁচি, গোদাপিয়াশাল, শালবনি, আদ্রা, পুরুলিয়া, টাটানগর-সহ ২১টি স্টেশনে সিসিটিভি ক্যামেরা বসেছে। সব মিলিয়ে প্রায় ৫৩৩টি ক্যামেরায় চলছে নজরদারি। সিসিটিভি ক্যামেরার সুফল হিসাবে ওই স্টেশনগুলিতে ডাকাতি, ছিনতাই, চুরির মতো ঘটনা রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে রেল প্রশাসনের দাবি। নজরদারিতে সন্দেহজনক কিছু ধরা পড়লেই টাস্ক ফোর্স ও ক্যুইক রেসপন্স দল গঠন করে মোকাবিলা করা হচ্ছে। শুধু ওই সব স্টেশন নয় ইন্টারনেটের মাধ্যমে হেড কোয়ার্টার থেকেও সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে। বেশ কয়েকটি ক্ষেত্রে এই সিসিটিভির সুফল রাজ্য পুলিশও পেয়েছে বলে রেলের দাবি।

Advertisement

তাই এই ব্যবস্থাকে আরও মজবুত করতে নির্ভয়া প্রকল্পে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা করেছে দক্ষিণ-পূর্ব রেল। ইতিমধ্যে এই প্রকল্পে দিঘা ও বালেশ্বর স্টেশনে ১৬টি সিসিটিভি ক্যামেরা বসেছে। এ বার রেলের বালিচক, পাঁশকুড়া, বাগনান, তমলুক, জলেশ্বর, ঘাটশিলা, মেচেদা, বাঁকুড়া-সহ ৩৩টি স্টেশনে বিপুল সংখ্যক সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে স্টেশনের মহিলাদের জন্য নির্দিষ্ট কাউন্টার, বিশ্রামাগার, প্ল্যাটফর্ম, সাবওয়ে, ফুটব্রিজ-সহ বিভিন্ন স্থানে সিসিটিভি বসানো হবে। শুধু স্টেশন নয়, লোকাল ট্রেনের মহিলা কামরাতেও সিসিটিভি বসানোর কথা রয়েছে। ইতিমধ্যেই খড়্গপুর ডিভিশনে চালু হওয়া নতুন ইএমইউ ট্রেনের রেকের মহিলা কামরায় ৭টি করে সিসিটিভি বসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন