ভোট নিয়ে অভিযোগ অনলাইনেই

নির্বাচনী বিধিভঙ্গ বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিভিন্ন বিষয়ে এ বার অভিযোগ জানানো যাবে অনলাইনে। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও নির্বাচন দফতরের তরফে সোমবার তমলুকে জেলাশাসকের দফতরে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০০:৩০
Share:

কোলাঘাট-জশাড় রুটে বাস কম। তাই এভাবেই জীবনের ঝুঁকি নেয়ে ট্রেকার চেপে যাতায়াত। পার্থপ্রতিম দাসের তোলা ছবি।

নির্বাচনী বিধিভঙ্গ বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিভিন্ন বিষয়ে এ বার অভিযোগ জানানো যাবে অনলাইনে। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও নির্বাচন দফতরের তরফে সোমবার তমলুকে জেলাশাসকের দফতরে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। নির্বাচনের বিভিন্ন নিয়মকানুন বিষয়ে আলোচনা হয়।

Advertisement

সেখানেই জানানো হয় আসন্ন বিধানসভা নির্বাচনের সময় রাজনৈতিক দল, প্রার্থীদের প্রচার-সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নির্বাচন দফতর ও প্রশাসনের কাছে অনলাইনে অভিযোগ জানানো যাবে। ওই সব অভিযোগের ভিত্তিতে নির্বাচন দফতর বা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তাও অনলাইনে জানা যাবে।

এ দিন জেলাশাসকের দফতরে সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, কংগ্রেস, বিজেপি দলের প্রতিনিধিরা উপস্থিত হলেও তৃণমূলের কোনও প্রতিনিধি হাজির ছিলেন না। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে বিধানসভা নির্বাচনের সময় কী কী নিয়মকানুন মেনে চলতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, নির্বাচন দফতরের আধিকারিকরা।

Advertisement

নির্বাচনের সময় প্রচারের জন্য মিছিল, সভা করতে অনুমতি থেকে প্রার্থীদের জন্য আর্থিক খরচের সীমা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন