চুরির অভিযোগে গ্রেফতার

চুরির অভিযোগে গ্রেফতার হল এক যুবক। শুক্রবার রাতে নন্দকুমারের পশ্চিম শীতলপাড়া থেকে হলদিয়া থানার পুলিশ শেখ আমিনুল ইসলাম ওরফে আনোয়ার নামে ওই যুবককে গ্রেফতার করেছে। ধৃত ওই এলাকারই বাসিন্দা। শনিবার ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০১:৪৩
Share:

চুরির অভিযোগে গ্রেফতার হল এক যুবক। শুক্রবার রাতে নন্দকুমারের পশ্চিম শীতলপাড়া থেকে হলদিয়া থানার পুলিশ শেখ আমিনুল ইসলাম ওরফে আনোয়ার নামে ওই যুবককে গ্রেফতার করেছে। ধৃত ওই এলাকারই বাসিন্দা। শনিবার ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে হলদিয়া টাউনশিপের কল্লোল এলাকায় চুরির উদ্দেশে করার জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ শুক্রবার নন্দকুমার থানা এলাকা থেকে শেখ আমিনুলকে গ্রেফতার করে। সম্প্রতি হলদিয়া টাউনশিপ এলাকায় কয়েকটি বাড়ির তালা ভেঙে চুরির ঘটনা ঘটছে। পুলিশের দাবি, ঘটনায় ধৃতরা যুক্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement