অনলাইনে ভর্তি কলেজে, শুরু ফর্মপূরণ

৮ জুন থেকে অনলাইনে ফর্মপূরণ করে জমা দেওয়া শুরু হয়েছে। ফর্মপূরণ চলবে আগামী ২০ জুন পর্যন্ত। একমাত্র অনলাইনেই কলেজে ভর্তির ফর্মফিলাপ চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ০১:৪৫
Share:

প্রতীকী ছবি।

দিন কয়েক আগে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। শুরু হয়েছে কলেজে ভর্তি প্রক্রিয়াও। এ বারও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলবে।

Advertisement

৮ জুন থেকে অনলাইনে ফর্মপূরণ করে জমা দেওয়া শুরু হয়েছে। ফর্মপূরণ চলবে আগামী ২০ জুন পর্যন্ত। একমাত্র অনলাইনেই কলেজে ভর্তির ফর্মফিলাপ চলছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এ বিষয়ে কলেজগুলোকে জানানো হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে এক বৈঠক হয়। সেখানে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কলেজগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, স্বচ্ছতার সঙ্গে ভর্তি প্রক্রিয়া চালাতে হবে। এ নিয়ে কোনও রকম অভিযোগ যাতে না ওঠে সেই দিকে নজর রাখতে হবে। ভর্তি সংক্রান্ত সূচিও কলেজগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সূচি অনুযায়ী কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক বলেন, “স্বচ্ছতার সঙ্গে ভর্তি প্রক্রিয়া চলবে। এ বারও অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলবে। এ জন্য যে পদক্ষেপ করার কলেজগুলো তা করেছে। আগের তিন বছরও অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলেছে। আশা করি, এ বার তেমন সমস্যা
হবে না।”

অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালুর দাবি দীর্ঘদিনের। ২০১৪ সালেই কলেজগুলোয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করার পরিকল্পনা করেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। অবশ্য ওই বছর সব কলেজে তা কার্যকর করা সম্ভব হয়নি। ২০১৫ সালে তা কার্যকর হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন