সভায় যাওয়ার সময় ‘মারধর’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেলদা শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ০২:১১
Share:

মেদিনীপুরে নরেন্দ্র মোদীর সভায় আসার জন্য গাড়িতে উঠছিলেন কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক। সেই সময় কয়েকজনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দু’দলের সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জখমও হয়েছেন। সোমবার বেলদা-১ গ্রাম পঞ্চায়েতের পাতলি এলাকার ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে পাতলি এলাকা থেকে বেশ কয়েকজন বিজেপি সমর্থক মেদিনীপুরে মোদীর সভায় আসার জন্য গাড়িতে উঠতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তাঁদের বেশ কয়েকজনকে মারধর করা হয়। তৃণমূলের বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত। ভাঙচুর করা হয় চার জন বিজেপি সমর্থকের বাড়িও। দিলীপ কোটাল, রবীন প্রামাণিক, বিষ্টুপদ সিংহ ও গুরাই সিংহের বাড়ি-সহ আসবাবপত্রও ভাঙচুর করা হয়। সংঘর্ষে বিজেপির বিষ্টুপদ, রবীন ও তার স্ত্রী সুমিতা প্রামাণিক আহত হয়েছেন। তৃণমূলের দানিস রহমান, ঘনশ্যাম দাস ও শেখ ইরসাদ-সহ পাঁচ জনও ঘটনায় জখম হয়েছেন বলে অভিযোগ। আঘাত গুরুতর হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে হয়।

তৃণমৃলের অভিযোগ, তাঁদের দলের কর্মী-সমর্থকরা পাড়ার মোড়ে বসে থাকার সময় তাঁদের উপর বিজেপির লোকেরা চড়াও হয়। আহত বিষ্টুপদ সিংহের অভিযোগ, ‘‘মোদীর সভায় যাওয়ার সময় গাড়িতে উঠতে গেলে মারধর করা হয়। তৃণমৃলের লোকজন মারধর করেছে। মারধরে মাথায় আঘাত লেগেছে।’’ আহত তৃণমূল নেতা দানিস রহমানের অভিযোগ, ‘‘পাতলি শীতলা মন্দিরের সামনে বসার সময়ে অতর্কিতে হামলা করে বিজেপির লোকেরা।’’ জেলা তৃণমূলের সহ-সভাপতি সূর্যকান্ত অট্টর অভিযোগ, ‘‘আগে সিপিএম করত তারাই এখন বিজেপি হয়ে গিয়েছে। দানিস রহমান-সহ অন্যরা পাড়ার মোড়ে বসেছিল। হঠাৎই আক্রমণ করে তারা। বাড়ি ভাঙচুরের ঘটনার কথা আমার জানা নেই।’’

Advertisement

বিজেপির নারায়ণগড় মধ্য মণ্ডলের সভাপতি সুভাশিস মহাপাত্রের পাল্টা অভিযোগ, ‘‘মেদিনীপুরে আসার সময় গ্রামে মিছিল হয়। সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন বাধা দেয়। মারধর করা হয়। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়িও। আমরা থানায় অভিযোগ জানাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন