BJP

অগ্নিমিত্রার নিশানায় পুলিশ-প্রশাসন

মহিলা মোর্চার সম্মেলনে যোগ দিতে সোমবার মেদিনীপুরে আসেন অগ্নিমিত্রা। বিদ্যাসাগর হলে সম্মেলনে ছিলেন বিজেপির জেলা সভাপতি শমিত দাশ, জেলা সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর ও খড়্গপুর শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ০৪:৪৩
Share:

মেদিনীপুরে অনুষ্ঠানে। নিজস্ব চিত্র

মেদিনীপুরে এসে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুলিশ-প্রশাসনকে আক্রমণ করলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। মুর্শিদাবাদে আল কায়দা যোগের অভিযোগে মুর্শিদাবাদ থেকে কয়েকজনকে ধরে নিয়ে গিয়েছে এনআইএ। এ নিয়ে রাজ্য পুলিশ- প্রশাসনকে বিঁধে অগ্নিমিত্রার মন্তব্য, ‘‘এতদিন ছিল বাংলার গর্ব মমতা। এখন হচ্ছে বাংলার গর্ব আল কায়দা!’’

Advertisement

তিনি বলেন, ‘‘আমরা ডিজাইনার চুড়ি বানাতে দিয়েছি। আমরা মহিলা মোর্চা থেকে পুজোর আগেই চুড়িগুলি ওঁদের পরাব।’’ ওঁদের মানে? অগ্নিমিত্রার জবাব, ‘‘যে পুলিশদের জন্য এখানে আল কায়দা সংগঠন করছে, যে পুলিশদের জন্য বাংলার মহিলাদের ধর্ষিতা হতে হচ্ছে, যে পুলিশ বিজেপির কার্যকর্তাদের মিথ্যা মামলায় জেলে ভরছে, সেই সব পুলিশদের জন্যই চুড়ি বানাতে দিয়েছি।’’ তাঁর সংযোজন, ‘‘সব পুলিশ নয়। কিন্তু অনেক পুলিশই দলদাসে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী যা অন্যায় করতে বলছেন, ওই পুলিশেরা সেই অন্যায় করছেন।’’

মহিলা মোর্চার সম্মেলনে যোগ দিতে সোমবার মেদিনীপুরে আসেন অগ্নিমিত্রা। বিদ্যাসাগর হলে সম্মেলনে ছিলেন বিজেপির জেলা সভাপতি শমিত দাশ, জেলা সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত প্রমুখ। মহিলা মোর্চার দাবি, এ দিন তৃণমূল ছেড়ে বেশ কয়েকজন তাদের সংগঠনে যোগ দিয়েছেন। সেখানে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী দাবি করেন, ‘‘এই পরিস্থিতি তো নতুন নয়। গত ৯ বছর ধরে দেখে আসছি। তার আগেও ৩৪ বছর ধরে দেখেছি। পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। তাও প্রতিদিনই পশ্চিমবঙ্গের কোনও না-কোনও জায়গায় মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূলের গুন্ডাবাহিনী।’’খড়্গপুর-১ ব্লকের হরিয়াতাড়ায় বিজেপির দক্ষিণ মণ্ডলে দলের মহিলা মোর্চার সম্মেলনেও যান অগ্নিমিত্রা। সেখানে বিজেপিতে যোগদানের ঝড় উঠেছে বলে দাবি করেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন