Police Attacked

আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ এবং পুরকর্মীরা! কোতোয়ালিতে গ্রেফতার চার

আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ ও পুরকর্মীরা। ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে চার জনকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৯:৩৯
Share:

—প্রতীকী চিত্র।

আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ ও পুরকর্মীরা। ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে চার জনকে। মেদিনীপুর শহরের খাপ্রেলবাজার এলাকার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

Advertisement

পুরপ্রধান সৌমেন খান বলেন, ‘‘আদালতের নির্দেশের পর নোটিস দেওয়া ছাড়াও, দু’-দু’বার ওই ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে পুরসভায় শুনানি হয় কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে। বিএলআরও, এসডিও-র তরফেও নির্দেশ আসার পর আজ (বৃহস্পতিবার) আমরা ওই প্রাচীর ভেঙে রাস্তা পরিষ্কার করতে যাই। প্রথমে ওই পরিবারের তরফে বাধা দেওয়া হয় এবং তার পর রীতিমতো হামলা চালানো হয়েছে। আমাদের দুই কর্মী, দু’জন পুলিশ জখম হয়েছেন। আমাদের জেসিবি ভেঙে দেওয়া হয়েছে।’’

পুরসভা জানিয়েছে, তারা কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করেছে। অশান্তির কারণে বৃহস্পতিবার কাজ সম্পূর্ণ করা যায়নি। শুক্রবার ওই প্রাচীরের অবশিষ্ট অংশ ভেঙে ফেলা হবে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তথা ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement