নাবালিকার বৌভাতে পাত্র-সহ ধৃত চার

সোমবার ধৃতদের সোমবার ঘাটাল আদালতে তোলা হলে অভিযুক্ত যুবক সহ চারজনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩২
Share:

প্রতীকী ছবি।

কয়েকদিন আগে নাবালিকা মেয়েকে বিয়ে করার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। আর এ বার বৌভাতের আসরে ঢুকে পুলিশ গ্রেফতার করল পাত্রকে। শুধু পাত্র নয়। রবিবার রাতে ঘাটাল থানার বালিডাঙায় নাবালিকা বিয়েতে মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পাত্রীর বাবা এবং পাত্রের বাবা এবং জেঠুকেও। সোমবার ধৃতদের সোমবার ঘাটাল আদালতে তোলা হলে অভিযুক্ত যুবক সহ চারজনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

জেলা পুলিশের মত, নাবালিকা বিয়ের বাড়বাড়ন্ত ঠেকাতে আর কোনও আর্জি-অনুরোধ নয়। কারণ বুঝে, সরাসরি গ্রেফতার করা হবে। নাবালিকা বিয়ে যে অপরাধ রাস্তাঘাট থেকে স্কুল বিভিন্ন জায়গায় শিবির করে বোঝানো হয়েছে। এর পরেও যদি কেউ সেই চেষ্টা করে তাহলে ধরে নিতে হবে ইচ্ছাকৃত। তাই সরাসরি গ্রেফতারের ভাবনা নেওয়া হয়েছে। ঘাটালের এসডিপিও কল্যাণ সরকার বলেন, “সময়ের আগেই বিয়ের ঘটনায় অভিযুক্ত যুবক-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।”

ক’দিন আগেই নাবালিকা ঘাটাল থানার মনসুকা থেকে পাত্র সহ তিনজনকে গ্রেফতার করেছিল ঘাটাল থানার পুলিশ। ফের রবিবার রাতে ঘাটালের সুলতানপুর পঞ্চায়েতের বালিডাঙা থেকে চারজনকে পাকড়াও করা হয়। গত শনিবারই স্থানীয় স্কুলের দশম শ্রেণির এক নাবালিকা মেয়ের সঙ্গে গ্রামেরই এক যুবকের বিয়ে হয়। ১৪ বছর বয়সী মেয়ের বিয়েতে পরিবারের সম্মতি ছিল। রবিবার রাতে বৌভাতের অনুষ্ঠানে অভিযান চালায় পুলিশ। সঙ্গে চাইল্ড লাইনও ছিল। পুলিশ যেতেই নিমন্ত্রিতেরা ছত্রভঙ্গ হয়ে যান। একই সঙ্গে অভিযান চালানো হয় মেয়ের বাড়িতেও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন