শুরু হয়নি নতুন ভবনের কাজ

এসপিডিও’র দফতর তৈরি করতে ভাড়া বাড়ি খুঁজছে পুলিশ

জমি সমস্যা আর পরিকাঠামোর অভাব— দুইয়ের জেরে হলদিয়ায় অন্যত্র সরছে এসডিপিও’র দফতর। কিন্তু অভিযোগ, দেড় বছর আগে জমি চিহ্নিত হলেও ফাইলের লাল ফিতের গেরোয় এখনও শুরু হয়নি নতুন ভবন তৈরির কাজ। তাই আপাতত খোঁজ করা হচ্ছে ভা়ড়া বাড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:২৮
Share:

নতুন ভবনের জন্য প্রস্তাবিত জমি।

জমি সমস্যা আর পরিকাঠামোর অভাব— দুইয়ের জেরে হলদিয়ায় অন্যত্র সরছে এসডিপিও’র দফতর। কিন্তু অভিযোগ, দেড় বছর আগে জমি চিহ্নিত হলেও ফাইলের লাল ফিতের গেরোয় এখনও শুরু হয়নি নতুন ভবন তৈরির কাজ। তাই আপাতত খোঁজ করা হচ্ছে ভা়ড়া বাড়ি।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, দুর্গাচকে এসডিপিও’র দফতরটি পরিকাঠামোগত সমস্যায় জীর্ণ। দফতরে মাত্র তিনটি ঘর রয়েছে। সেটি যে দফতর, দূর থেকে দেখলে তা বোঝাই যায় না। স্থানীয়েরা জানিয়েছেন, দফতরে যাওয়ার রাস্তাটিও বেহাল। জোড়াতালি মেরে কোনও ভাবে কাজ চালানো হলেও এখনও রয়েছে বড় বড় গর্ত। অচেনা লোক অনেক খুঁজে এসডিপিও’র অফিসের ঠিকানা পেলেও, সেখানে পৌঁছতে গিয়ে ওই খারাপ রাস্তার জন্য সমস্যায় পড়েন বলে অভিযোগ।

বছর দেড়েক আগে দফতরের পরিকাঠামো একেবারেই ভেঙে পড়েছিল। সে সময় পূর্বতন এসপি অলোক রাজোরিয়ার উদ্যোগে দফতরের সংস্কার করা হলেও এখন দেখা দিয়েছে অন্য সমস্যা। যে এলাকায় ওই অফিসটি রয়েছে, সেটি হলদিয়া বন্দরের জমি। ওই জমি বন্দর কর্তৃপক্ষ মাস তিনেক আগে হলদিয়ার একটি ব্যাটারি কারখানাকে হস্তান্তর করেছেন। ফলে এসডিপিও দফতরের স্থানান্তর এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে। পাশাপাশি, ওই এলাকায় থাকা মহকুমাশাসকের দফতরও অন্য জায়গায় সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এসডিপিও অফিসের সামনে রাস্তার অবস্থা।নিজস্ব চিত্র

ওই দুই দফতরের নতুন ভবন করা হবে হলদিয়ার সিটি সেন্টার এলাকায় হলদিয়া উন্নয়ন ভবন ও হলদিয়া পুরসভার কাছে। ইতিমধ্যে জায়গা বরাদ্দ হয়েছে। সিটি সেন্টারে প্রায় এক একর জায়গা হলদিয়া পুরসভা বরাদ্দ করেছে মহকুমা পুলিসের অফিস, ব্যারাক, পুলিশ কর্তাদের আবাসন তৈরির জন্য। পুরসভা সূত্রের খবর, হলদিয়ার প্রাক্তন মহকুমাশাসক পূর্ণেন্দু নস্কর পুর নির্বাচনের আগে ওই জমি দেয় পূর্ব মেদিনীপুর পুলিস ও প্রশাসনকে।

এ ব্যাপারে হলদিয়ার এসডিপিও তন্ময় মুখোপাধ্যায় বলেন, ‘‘হলদিয়া পুরসভা সিটি সেন্টারে আমাদের জমি দিয়েছে। ওই জমিতে নতুন ভবন ও পুলিশ আবাসন করা হবে।’’ কিন্তু প্রায় দেড় বছর হলেও, সেই জমি সংক্রান্ত ফাইলের কোনও নাড়াচাড়া করা হয়নি বলে অভিযোগ। ফলে পুলিশের ওই অফিস সরানোর বিষয়টি এখন বিশ বাঁও জলে। পরিস্থিতি এমন যে, দফতরের কাজ চালানো জন্য মহকুমা পুলিশকে ভাড়া বাড়ি খুঁজতে হচ্ছে। মহকুমা পুলিশের এক আধিকারিকের কথায়, ‘‘বন্দরের জমি তো ছেড়ে দিতে হবে। তাই এখন ভাড়া বাড়ি খোঁজা হচ্ছে।’’

জমি হস্তান্তর প্রসঙ্গে হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল (উন্নয়ন) নারায়ণ প্রামাণিক বলেন, ‘‘আমরা ওই জমি জেলাশাসকের দফতরের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। আশা করি দ্রুত ওই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন