রাধাকান্তের ‘ঘরে ফেরা’

পঞ্চায়েতের আগে কী দায়িত্ব দেওয়া হবে পুরনো বিধায়ককে, প্রশ্ন তৃণমূলের অন্দরেই। রাধাকান্ত বলছেন, ‘‘দল যা বলবে তাই করব।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডেবরা শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ০১:৫৫
Share:

রাধাকান্ত মাইতির হাতে তুলে দেওয়া হচ্ছে পুষ্পস্তবক। নিজস্ব চিত্র

ইঙ্গিত ছিলই। সেই মতো পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ছেড়ে ফের পুরনো দল তৃণমূলেই যোগ দিলেন রাধাকান্ত মাইতি।

Advertisement

সোমবার মেদিনীপুরে যোগদান পর্ব সাঙ্গ করে প্রাক্তন তৃণমূল বিধায়কের মন্তব্য, “ঘরে ফিরে এলাম!” তৃণমূলে ফিরতে চেয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন রাধাকান্ত। দল তাঁর আবেদন গ্রহণ করেছে। পুরনো নেতাকে স্বাগত জানিয়ে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতির বক্তব্য, “উনি (রাধাকান্ত) বিজেপিতে গিয়েছিলেন ঠিকই, তবে একদিনের জন্যও বিজেপির মিছিলে হাঁটেননি!” অজিতবাবুর এই দাবি কি সত্যি? তা হলে রাধাকান্তবাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন কেন? ঘর ছাড়ার ব্যাখ্যা দিয়েছেন রাধাকান্তবাবু। তাঁর কথায়, “মনোমালিন্য হয়েছিল। তবে সে সব এখন অতীত।”

পঞ্চায়েতের আগে কী দায়িত্ব দেওয়া হবে পুরনো বিধায়ককে, প্রশ্ন তৃণমূলের অন্দরেই। রাধাকান্ত বলছেন, ‘‘দল যা বলবে তাই করব।” পঞ্চায়েত ভোটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কাজে লাগাতে মরিয়া বিজেপি। তাও কেন ধরে রাখা গেল না রাধাকান্তকে? বিজেপি রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়ের সাফাই, ‘‘তৃণমূল থেকে বিজেপিতে যাঁরা আসছেন তাঁদের কখনও ভয়, কখনও প্রলোভন দেখিয়ে দলে ফেরানোর চেষ্টা চলছে। উনি (রাধাকান্ত) স্বেচ্ছায় ফিরেছেন এমনটা ভাবার কারণ নেই।’’

Advertisement

এ দিন মেদিনীপুরে জেলা তৃণমূলের বৈঠকে রাধাকান্তের হাতে পুষ্পস্তবক তুলে দেন অজিতবাবু। কিন্ত ঘরে ফেরারটা মসৃণ হল কি? এ দিন বৈঠকে ছিলেন না রাধাকান্তের ‘বিরোধী’ বলে পরিচিত ডেবরার তৃণমূল নেতা অলোক আচার্যরা। অজিতবাবুর অবশ্য মন্তব্য, ‘‘ওঁকে স্বাগত জানিয়েছি। আগে যেমন একসঙ্গে চলেছি, এখনও চলব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন