উৎসবে প্রস্তুত রাজবাড়ির দোলমঞ্চ

দোল মঞ্চে দোল তো প্রতিবারই হয়। মহিষাদল রাজবা়ড়ির দোল দেখতে প্রতিবছর পর্যটকও আসেন। কিন্তু এ বার একটু অন্য রকমের আয়োজন রাজবাড়িতে। এ বার দোলের বিশেষ অতিথিরা আসবেন কোলাঘাটের এক বৃদ্ধাশ্রম ও হেঁড়িয়ার অনাথাশ্রমের বাসিন্দারা।

Advertisement

আরিফ ইকবাল খান

হলদিয়া শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০১:০০
Share:

দোল: মহিষাদল রাজবাড়িতে আম্রকুঞ্জের অনুষ্ঠান। ফাইল চিত্র

দোল মঞ্চে দোল তো প্রতিবারই হয়। মহিষাদল রাজবা়ড়ির দোল দেখতে প্রতিবছর পর্যটকও আসেন। কিন্তু এ বার একটু অন্য রকমের আয়োজন রাজবাড়িতে। এ বার দোলের বিশেষ অতিথিরা আসবেন কোলাঘাটের এক বৃদ্ধাশ্রম ও হেঁড়িয়ার অনাথাশ্রমের বাসিন্দারা।

Advertisement

দোল উৎসবের সাংস্কৃতিক সম্পাদক সঞ্জীব দুবে জানান, রাজবাড়ির নিজস্ব দোল উৎসব তো হয়ই। প্রতি বছর সারা রাজ্য থেকে পর্যটকরা আসেন সেই উৎসবে যোগ দিতে। দিনে দিনে উৎসবের কলেবর বেড়েছে। রাজ্যের নানা জায়গা থেকে শিল্পীরাও আসেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। এর আগেইও এক বার বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে অনুষ্ঠান করা হয়েছিল। এ বারও সে বিষয়ে উদ্যোগী সংগঠকরা।

জানা গিয়েছে, কোলাঘাটের রাইন গ্রামের বৃদ্ধাশ্রম থেকে যাঁরা আসবেন, তাঁদের জন্য একেবারে ঠাসা আয়োজন। কোলাঘাট থেকে গাড়ি করে মহিষাদলে আসবেন আবাসিকরা। সেখানেই তাঁদের জন্য থাকছে দোলের উপযোগী পোশাক। দুপুরে মহিষাদল রাজবাড়ির ঘুরিয়ে দেখাবেন গাইড। রাজবাড়ি মিউজিয়াম, নাটমন্দির, গোপালজিউ মন্দির, নাটশালের আশ্রম, গেঁয়োখালির ত্রিবেণী সঙ্গমও ঘুরিয়ে দেখানো হবে। রং খেলার পর দুপুরের পাতে থাকছে বাঙালি মেনু। থাকবে অনাথ আশ্রমের বাচ্চারাও।

Advertisement

সংগঠকদের ভাবাচ্ছে আবহাওয়া। শনিবার রাতেও বৃষ্টি হয়েছে। রবিবার তেমন হলে ভেস্তে যেতে পারে পুরো অনুষ্ঠান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন