সঙ্ঘের কর্মী ধৃত খড়্গপুরে

গোলমাল পাকানোর অভিযোগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার গভীর রাতে খড়্গপুরের বিদ্যাসাগরপুর থেকে ধরা হয় আরএসএস কর্মী সন্দীপ বেরাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৩৩
Share:

গোলমাল পাকানোর অভিযোগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার গভীর রাতে খড়্গপুরের বিদ্যাসাগরপুর থেকে ধরা হয় আরএসএস কর্মী সন্দীপ বেরাকে। খড়্গপুরের বাসিন্দা সন্দীপ পেশায় কলকাতার বিজ্ঞাপন এজেন্সির কর্মী। সপ্তাহ খানেক আগে মেয়ের জন্মদিন উপলক্ষে বিদ্যাসাগরপুরের বাড়িতে এসেছিলেন তিনি। শনিবার কলকাতা ফেরার আগেই পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে শহরে অশান্তি ছড়ানো, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এ দিন মেদিনীপুর আদালত ধৃতকে এক দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

Advertisement

বহুদিন ধরেই সক্রিয় আরএসএস কর্মী বলে পরিচিত সন্দীপ। বছর খানেক ধরে বিজেপি সদস্য হিসাবেও কাজ করছিলেন। গত বিধানসভা ভোটে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হয়ে প্রচারে দেখা গিয়েছিল তাঁ কে। কর্মসূত্রে কলকাতায় থাকলেও বিজেপির বড় কর্মসূচি হলেই খড়্গপুরে আসতেন তিনি। পুলিশের দাবি, কিছু দিন আগে খড়্গপুরে গোলমাল বাধানোয় ইন্ধন ছিল সন্দীপের। তাছাড়া, বিভিন্ন সময় স্যোশাল নেটওয়ার্কিং সাইটে সন্দীপ আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে পুলিশ সূত্রের দাবি। যদিও সন্দীপের স্ত্রী আরাধিকা বেরা বলেন, “আমার স্বামী আরএসএস ও বিজেপির সক্রিয় কর্মী হওয়ায় পুলিশ মিথ্যা মামলায় ওকে ফাঁসাচ্ছে।” এ দিন সন্দীপের গ্রেফতারের প্রতিবাদে টাউন থানায় বিক্ষোভের নেতৃত্ব দেন আরএসএসের প্রাক্তন জেলা কার্যবাহ সমিত দাস, বিজেপির জেলা সহ-সম্পাদক প্রেমচাঁদ ঝা। সমিতও বলেন, “সন্দীপ দুর্গাপুজোর বিসর্জন নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন। মন্দিরতলা শ্মশানে জঞ্জাল ফেলা নিয়ে পুরসভার বিরুদ্ধে সই সংগ্রহেও নেমেছিলেন। ওঁকে সেই খেসারতই দিতে হল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement