ব্যালটে জিতল খুদে প্রধানমন্ত্রী 

সকাল থেকেই স্কুল গেটের সামনে ভিড়। পড়ুয়াদের বইয়ের ব্যাগ হাল্কা। হাজির প্রায় সব শিক্ষক-শিক্ষিকা। অভিভাবকদের চোখে মুখেও কৌতূহল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দাসপুর শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৮
Share:

স্কুলে চলছে শিশু সংসদ নির্বাচন। —নিজস্ব চিত্র।

সকাল থেকেই স্কুল গেটের সামনে ভিড়। পড়ুয়াদের বইয়ের ব্যাগ হাল্কা। হাজির প্রায় সব শিক্ষক-শিক্ষিকা। অভিভাবকদের চোখে মুখেও কৌতূহল।

Advertisement

আর পাঁচটি দিনের চেয়ে মঙ্গলবার সকালে দাসপুরের পাঁচবেড়িয়া ইন্দুভূষণ মিশ্র শিশু শিক্ষা মন্দির স্কুলের সামনের পরিবেশটা ছিল একটু অন্যরকম। অনেক অভিভাবকই জানতেন না ঠিক কী হতে চলেছে স্কুলে। স্বাভাবিক ভাবেই শুরু হল ফিসফাস। পরে জানা গেল, এ দিন স্কুলে রয়েছে শিশু সংসদ নির্বাচন।

কিন্তু এমন শিশু সংসদ তো অন্য অনেক স্কুলেই হয়। তা হলে পাঁচবেড়িয়া ইন্দুভূষণ মিশ্র শিশু শিক্ষা মন্দিরে আলাদা কোথায়? স্কুল কর্তৃপক্ষের দাবি, রীতিমতো ব্যালট ছাপিয়ে হয়েছে। খুদেদের ভোটে নির্বাচিত হয়েছে খুদে মন্ত্রীরা।

Advertisement

প্রাথমিক স্তর থেকেই গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে এমন ব্যবস্থা চালু করেছে সরকার। ক’বছর আগেই স্কুলগুলিতে প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, পরিবেশ মন্ত্রী নিবার্চিত হচ্ছে। এ দিন পাঁচবেড়িয়া আই বি এম এস এস মন্দিরে প্রার্থী হিসেবে ছিল সা তজন। ১৯৫ জন ভোটার। ভোট পড়েছে ১৮৪টি। ছেলের স্কুলে ভোট কেমন হচ্ছে তা দেখতে এসেছিলেন মা-বাবারাও। প্রধান শিক্ষক ও সহ-শিক্ষকদের কড়া নজরদারিতে ঘন্টা দুয়েকের মধ্যেই ভোট প্রক্রিয়া শেষ হয়। এ দিনই ওই প্রাথমিক স্কুলের প্রধানমন্ত্রী নিবার্চিত হয়ে যায়। প্রধানমন্ত্রীই স্কুলের মন্ত্রীসভার বাকি সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন।

প্রধান শিক্ষক দিলীপ মাইতি বললেন, “গণতন্ত্র সম্পর্কে পড়ুয়ারা এখন থেকেই সম্যক ধারণা নেওয়ার সুযোগ পাচ্ছে। এতে পড়ুয়ারা স্বাধীন ভাবে বন্ধু প্রতিনিধি নিবার্চন করার সুযোগ পেল।” অভিভাবকেরাও জানালেন “স্কুলের এমন পদ্ধতিতে শিশু সংসদ নিবার্চন ইতিবাচক ও সুস্থ পরিবেশ তৈরি করবে।” শিক্ষা দফতর সূত্রের খবর, ক্লাসের পঠন-পাঠনের বাইরেও সংসদীয় পরিকাঠামো বোঝাতেই এই শিশু সংসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন