TMC

TMC-BJP: গেরুয়া উচ্ছ্বাসে সবুজ ‘লাইক’, শুরু শোরগোল

বৃহস্পতিবার দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে যায় উত্তরপ্রদেশ-সহ ৪ রাজ্যে বিজেপির সাফল্যের চিত্র। উল্লাসে ফেটে পড়েন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ০৮:৩২
Share:

বিজেপি নেতার এই পোস্টেই লাইক দেন গড়বেতার তৃণমূল নেতা।

উত্তরপ্রদেশ-সহ ৪ রাজ্যে বিজেপির সাফল্যে উল্লসিত গেরুয়া শিবির। সমাজমাধ্যমে দেওয়া সেই উল্লাসভরা ছবিতে ‘লাইক’ গড়বেতার তৃণমূল নেতার! শোরগোল তৃণমূলের অন্দরে। খবর গেল জেলা ও রাজ্য নেতৃত্বের কাছেও। যদিও নেতার সাফাই, তাঁর অজান্তেই নাকি ‘লাইক’ দিয়েছে তাঁরই শিশুপুত্র। ব্লক তৃণমূল নেতৃত্ব অবশ্য এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

Advertisement

বৃহস্পতিবার দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে যায় উত্তরপ্রদেশ-সহ ৪ রাজ্যে বিজেপির সাফল্যের চিত্র। উল্লাসে ফেটে পড়েন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। কোথাও গেরুয়া আবির উড়িয়ে বিজয় মিছিলও সেরে ফেলেন। উচ্ছ্বসিত গড়বেতার বিজেপি নেতা প্রদীপ লোধা নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। লাইক দেন দলের অনেক নেতা-কর্মী। মন্তব্যও করেন অনেকে। লাইকের তালিকায় দেখা যায় গড়বেতা ১ ব্লকের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জয় রায়ের নাম। এরপরই তৃণমূল কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। অনেকে সেই পোস্ট ‘স্ক্রিনশট’ করে নিজেদের মধ্যে চালাচালিও করেন। গড়বেতার এক তৃণমূল নেতা বলেন, ‘‘ফলপ্রকাশের পর বিজেপি নেতারা যখন সংবাদমাধ্যমে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করছেন, তখন গড়বেতার তৃণমূল নেতা বিজেপির উচ্ছ্বাসের ছবিকে পছন্দসূচক ‘লাইক’ দিচ্ছেন, এটা মেনে নেওয়া যায় না।’’

এ নিয়ে কোনও কথা বলতে চাননি তৃণমূলের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ। গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা ফোন ধরেননি, মেসেজেরও উত্তর দেননি। আর জয়ের দাবি, ‘‘আমি দলের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক। আগে এরকম কোনওদিন হয়নি। বৃহস্পতিবার দুপুরে আমি অন্যত্র কাজে ব্যস্ত ছিলাম। ছেলের হাতে মোবাইল দিয়ে গিয়েছিলাম, সে হয়তো করতে পারে। আমি জানিও না।’’ আর বিজেপি নেতা প্রদীপ লোধা বলেন, ‘‘সোশ্যাল মিডিয়া মানে সমাজমাধ্যম। মানুষ তো সামাজিক জীব, সেখানে পরষ্পরের প্রতি সৌজন্যতা দেখানো ভদ্রতা, অপরাধ নয়। এখন তো বিরোধীদের প্রতি ভদ্রতায় খুব অভাব। এটা ফিরিয়ে আনা দরকার।’’ তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা অবশ্য বলছেন, ‘‘জয় রায় দীর্ঘদিন থেকেই দলের সঙ্গে যুক্ত। হয়তো ভুলবশতই এটা করে ফেলেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement