সবুজ সাথীর সূচনা আজ

শিশু জন্মালেই চারা বিলির নয়া প্রকল্প

সদ্যোজাত কন্যাসন্তানের অভিভাবকের হাতে গাছের চারা তুলে দেওয়ার লক্ষ্যে আগেই চালু হয়েছিল কন্যাসাথী। এ বার পুত্র-কন্যা, সব সদ্যোজাতের অভিভাবককেই গাছের চারা বিলির জন্য নতুন প্রকল্প শুরু করল রাজ্য সরকার, নাম সবুজশ্রী। আজ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলায় প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০০:৫৩
Share:

সদ্যোজাত কন্যাসন্তানের অভিভাবকের হাতে গাছের চারা তুলে দেওয়ার লক্ষ্যে আগেই চালু হয়েছিল কন্যাসাথী। এ বার পুত্র-কন্যা, সব সদ্যোজাতের অভিভাবককেই গাছের চারা বিলির জন্য নতুন প্রকল্প শুরু করল রাজ্য সরকার, নাম সবুজশ্রী। আজ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলায় প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। মেদিনীপুর বনবিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, “১০ জন সদ্যোজাতের বাবা-মাকে গাছের দেওয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানী।” সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া প্রত্যেক সদ্যোজাতের অভিভাবককেই শাল, সেগুনের মতো গাছের চারা দেওয়া হবে।

Advertisement

বন দফতরের মতে, সন্তানের নামে থাকা গাছ বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাবেন অভিভাবকেরা। ছেলে-মেয়ে বড় প্রাপ্তবয়স্ক হয়ে গাছ বিক্রিও করা যাবে। তাই এক দিকে পরিবেশ রক্ষা এবং ভবিষ্যতে এককালীন অর্থের জোগান, উভয়ত সাহায্য করবে সদ্যোজাতকে দেওয়া এই গাছের চারা। বন দফতর জানিয়েছে, হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রের নথি দেখেই স্থানীয় ব্লক প্রশাসন ও বিএমওএইচের সঙ্গে যোগাযোগ রেখে চারা বিলি করা হবে। পশ্চিম মেদিনীপুরে বছরে গড়ে ৭৩,৩০০ জনের মতো শিশু জন্মায়। সেই পরিসংখ্যান মতোই এ বার থেকে গাছের চারা তৈরি করে রাখবে বন দফতর। তারপর তা পৌঁছে দেওয়া হবে ব্লকে ব্লকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন