আপত্তিকর ছবি, নিগৃহীতাকে হুমকি

তদন্তকারীদের কথায়, অনিমেষ এখন জেল হেফাজতে। কিন্তু সে জেল হেফাজতে যাওয়ার পর থেকেই মেয়েটি বাড়ি বা তার আশপাশে গিয়ে কয়েকজন যুবক মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি দিচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৭:১০
Share:

হেফাজতে: পাঁশকুড়ায় অনিমেষ বক্সী। ফাইল চিত্র

সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়া হয়েছিল এক কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি। সিআইডির দ্বারস্থ হয়ে বিচার চেয়েছিলেন ছাত্রীর বাবা। সাড়াও মিলেছিল। গত জুলাইয়ে পাঁশকুড়া থানা এলাকা থেকে অনিমেষ বক্সী নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছিল সিআইডি।

Advertisement

কিন্তু তারপর থেকেই ক্রমাগত হুমকি আসছে বলে অভিযোগ নিগৃহীতার পরিবারের। ওই ছাত্রীর বাবা ৪ অগস্ট পাঁশকুড়া থানায় দুই অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে দুই মোটর বাইক আরোহী।

তদন্তকারীদের কথায়, অনিমেষ এখন জেল হেফাজতে। কিন্তু সে জেল হেফাজতে যাওয়ার পর থেকেই মেয়েটি বাড়ি বা তার আশপাশে গিয়ে কয়েকজন যুবক মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি দিচ্ছে।

Advertisement

সিআইডি সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক ধরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অনিমেষের সঙ্গে সম্পর্ক ছিল নিগৃহীতার। ছাত্রীর পরিবারের অভিযোগ, নানা ভাবে চাপ দিয়ে ওই ছাত্রীর মোবাইল থেকে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি হাতিয়ে নিয়েছিল অনিমেষ। পরে ওই ছবি ছড়িয়ে দেয় সোশ্যাল সাইটে।

সিআইডি এক কর্তার কথায়, পরিস্থিতি খুবই উদ্বেগজনক। পাঁশকুড়া থানা তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement